মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে ছিটমহলের মানুষকে রাখতে জবরদস্তির অভিযোগ

বাংলাদেশ এবং ভারতের ছিটমহলগুলো বিনিময় হতে আর মাত্র একদিন বাকী। এই ছিটমহল বিনিময়ের জের ধরে সেখানকার হাজার হাজার মানুষের নাগরিত্বও পাল্টে যাবে আগামীকাল মধ্যরাতের পর। কিন্তু বাংলাদেশের ভেতরের একটি ভারতীয় ছিটমহলের কিছু মানুষ অভিযোগ করেছেন যে, তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে জোর করে বাংলাদেশের নাগরিক বানানো হয়েছে।

বাংলাদেশ এবং ভারত, উভয় দেশই রাজী হয়েছিল যে ছিটমহলবাসীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোন দেশের নাগরিকত্ব বেছে নেয়ার সুযোগ পাবেন। এজন্যে ছিটমহলবাসীদের মধ্যে জরিপ চালিয়ে তাদের মতামতও জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশের ভূখন্ডের মধ্যে ভারতের ১১১টি ছিটমহল থেকে ৯শ ৭৯ জন ভারতের নাগরিকত্ব চেয়েছিলেন। বাকিরা বাংলাদেশেই থাকতে চান বলে প্রশাসন জানিয়েছে।

কিন্তু দাশিয়ারছড়া ছিটমহলের বেশ কিছু মানুষ বলছেন, ভয়-ভীতির মুখে তারা স্বাধীনভাবে নাগরিকত্ব বেছে নিতে পারেননি। জোর করেই তাদের বাংলাদেশের নাগরিক বানানো হয়েছে। তাই ছিটমহল বিনিময়ের একদিন আগেও তাদরে মধ্যে কাজ করছে এক অজানা আশংকা।

আবু বক্কর সিদ্দিক দাশিয়ারছড়া ছিটমহলের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ভারতের দিল্লিতে কাজ করেন। দুইমেয়ে আর স্ত্রীকে নিয়ে নিয়ে তাই ভারতের নাগরিক হতে চেয়েছিলেন। কিন্তু এখন তার নাম রয়েছে বাংলাদেশের নাগরিকের তালিকায়। ভারতে যাওয়ার ইচ্ছা থাকার পরও তাকে থেকে যেতে হয়েছে বাংলাদেশে।

“আমাদেরকে নানা রকম কথা বলা হয়েছে। ভারতে গেলে তিন বছর পর্যন্ত বন্দী হয়ে থাকা লাগবে। এই ভয়ে আমরা পরে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য নাম দিছি”, বললেন তিনি। কুড়িগ্রামের সবচেয়ে বড় এই ছিটমহল থেকে ২৮৪ জন ভারতে যা্ওয়ার জন্য নাম লিখিয়েছেন। বাকিরা এখানেই থাকতে চান বলে প্রশাসন জানাচ্ছে। বলরাম বর্মনের নাম সেই বাংলাদেশের তালিকাতেই রয়েছে।

“আমাদের ভয় দেখানো হয়েছে যে ইন্ডিয়ার জন্য নাম লেখালে আমাদের জমি খাস করা হবে। বাড়ী দখল করা হবে। রাতে ঘুমাতে দেবে না।” তিনি জানান, ছিটমহলের লোক এমনকি প্রশাসন পর্যন্ত তাদের ভয়-ভীতি দেখিয়েছে।

“ফুলবাড়ীর প্রশাসনের লোকেরা হুমকি দিয়েছে যে নাম লেখালে পিঠের চামড়া থাকবে না। তখন আমি চিন্তাভাবনা করে বাংলাদেশের পক্ষেই নাম লেখালাম। আমার মন চেয়েছিল ইন্ডিয়ায় যেতে। কিন্তু জুলুমের ভয়ে আমি বাংলাদেশে থেকে গেলাম।”

মফিজউদ্দীন কাজ করেন দিল্লিতে। ইটের ভাটায়। তার তিন সন্তানের জন্মও সেখানে। ভারতে যাওয়ার জন্য নাম লেখাতে এসে দেখেন তার নাম বাংলাদেশের নাগরিক হিসেবে তালিকাভুক্ত করে ফেলা হয়েছে।

“আমার পরিবার এখনো দিল্লিতে। ১৬ তারিখে আমি দিল্লি থেকে আসি। এসে দেখি আমার নামে কে যেন টিপসই দিয়ে দিয়েছে। কিন্তু আমি তো ভারতে যেতে চাই,” বললেন তিনি। এই ছিটমহলের বাসিন্দারা দাবি করছেন এই্ দাশিয়ারছড়া ছিটমহল থেকেই এভাবে অন্তত দেড় হাজার মানুষকে বাংলাদেশের তালিকায় নাম লেথানো হয়েছে।

আর একদিন পরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে হতে যাচ্ছে আনুষ্ঠানিক ছিটমহল বিনিময়। তবে যারা ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক হিসেবে তালিকায় নাম লিখিয়েছেন তারা এখনো নিশ্চিত হন আগামিকালের পর তাদের জন্য কি অপেক্ষা করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র