ছিনতাই করতে গিয়ে ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা রিভলবার।
বৃহস্পতিবার রাতে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের নেতা টোকন ও পৌর ছাত্রলীগ নেতা রানা বিশ্বাস।
এ ঘটনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিম আহম্মেদ রনিসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দামুড়হুদার কোষাঘাটায় তিন জন সশস্ত্র ছিনতাইকারী অবস্থান করছিল। এসময় শাহীন নামে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তার বুকে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাইকারী টোকন তার কাছে থাকা রিভলবার বের করে শাহীনের বুকে ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় মোটরসাইকেল আরোহীর চিৎকারে পথচারীরা ছুটে এলে ছিনকাইকারীরা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের অস্ত্রসহ আটক করে গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহীম হোসেন জানান, আটকরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতা রনির নির্দেশে তারা ছিনতাইয়ের চেষ্টা করছিল।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, শুক্রবার দুপুরে মামলাসহ ছাত্রলীগ নেতাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন