ছুটিতেও চলুক জ্ঞানচর্চা
সন্তানের স্কুলের ছুটি হয়ে গেছে। এইসময় তাকে নিয়মের মধ্যে না রাখলে স্কুল খোলার পরে নানা রকমের সমস্যায় পড়তে হতে পারে।
শিশুবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, শিশু আনন্দ পায় এবং সময়ের কাজ সময়ে হয় এমন রুটিনে তাকে অভ্যস্ত করে তুলতে হবে। ফলে ছুটির দিনগুলো আনন্দে কাটানোর পাশাপাশি নানান বিষয়ে অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারবে।
সৃজনশীল কাজে উৎসাহ দিন: শিশুর সৃজনশীলতা বাড়াতে তার হাতে রংয়ের বক্স তুলে দিন। বই, খাতা বা যে কোনো কাগজে নিজের খুশি মতো ছবি আঁকতে উৎসাহিত করুন। তাকে কোনো বাদ্যযন্ত্র বাজাতে বা নিজের মতো খেলাধুলা করতে উৎসাহ দিন। মেধার বিকাশ ঘটাতে নতুন নতুন খেলা তৈরিতে সাহায্য করুন। যে খেলার নিয়ম তৈরি করবে শিশু নিজেই। শিশুর চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করতে যতটা সম্ভব সাহায্য করুন।
রোমাঞ্চকর পরিকল্পনা: সচরাচর যেসব জায়গায় বেড়াতে যাওয়া হয় সেখানে না গিয়ে শিশুকে নিয়ে পাহাড়, নদীর পাড় বা জঙ্গলে ক্যাম্পের ব্যবস্থা করতে পারেন। ছুটিতে শিশুকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। সন্তানকে চারপাশের পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দিন। ফলে সে পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে।
আনন্দ ঘন সকাল: সন্তানকে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাতে সকালবেলা বিভিন্ন আয়োজন করা যেতে পারে। সন্তানকে নিয়ে পার্কে বা মাঠে যান অথবা তার সঙ্গে সকালে সাইকেল চালাতে বেড়িয়ে পড়ুন। এতে সে ভোরে ঘুম থেকে উঠতে আগ্রহী হবে। ভোরে ঘুম থেকে উঠলে শিশু সারাদিন সতেজ অনুভব করবে। আর ছুটি শেষে স্কুল যেতেও শিশুর কষ্ট হবে না।
রান্নাঘরের কাজে উৎসাহ দেওয়া: একদিন শিশুকে সঙ্গে নিয়ে রান্নার পরিকল্পনা করুন। রান্নার বই থেকে যে কোনো সহজ রান্নার রেসিপি খুঁজে বের করুন। তার জন্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে শিশুকে নিয়েই বাজারে যান এবং বাজার থেকে ফিরে শিশুকে দিয়ে বাজারের হিসাব করান। এতে তার অঙ্কের চর্চাও হয়ে যাবে।
বই পড়তে দিন: ছবির বই, কৌতুক অথবা ম্যাগাজিন শিশুকে নিয়ে পড়ুন। এতে তার পড়ার অভ্যাস গড়ে উঠবে। এসব বইয়ের পাশাপাশি ‘অডিও বই’য়ের সঙ্গে পরিচয় করিয়ে দিন। যাতে শিশুর শ্রবণশক্তি ও শব্দভাণ্ডার বৃদ্ধি পায়।
ছবি: শৈশব ডে কেয়ারের সৌজন্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর স্কুল থেকে শেখা বদভ্যাস থামাবেন যেভাবে
স্কুল থেকে শিশুরা জীবনের দিকনির্দেশনা পেয়ে থাকে। প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুনবিস্তারিত পড়ুন