ছুরিকাঘাতে হত্যাঃ হাসপাতালে লাশ ফেলে স্বামীর পলায়ন
ফরিদপুরে লাবনী আক্তার (৩০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে তার স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় বিয়ে করার অনুমতি না পাওয়ায় স্বামী সাজ্জাদ লাবনীকে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের।
বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে এঘটনা ঘটে।
জানা যায়, শহরের পশ্চিম আলীপুরের আকবর হোসেনের ছেলে সাজ্জাদ পেশায় একজন অটোরিকশা চালক। সাজ্জাদ-লাবনি দম্পত্বির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বেশ অনেকদিন ধরেই স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে করার অনুমতি চাচ্ছিলেন সাজ্জাদ। স্ত্রী অনুমতি না দেয়ায় এ হত্যাকা- ঘটনার তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পরে মৃত অবস্থাতেই লাবনিকে তার স্বামী ও তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। মৃত ঘোষণার পরপরই পালিয়ে যায় স্বামী পরিচয়দানকারী যুবক ও এক মহিলা।
চিকিৎসক জানান, নিহত লাবনীর পেটে ছুরির আঘাত রয়েছে। আঘাতে তার নাড়ী বের হয়ে এসেছে। এছাড়াও শারীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
নিহত লাবনী’র মামী আফরোজা বেগম জানান, সাজ্জাদ বিয়ের পর থেকেই লাবনীকে নির্যাতন করতো। ইদানিং দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা পোষণ করে নির্যাতনের মাত্রাও বাড়িয়ে দিয়েছিল।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, খবর পেয়েই পুলিশের একাধীক টিম ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন