ছেউড়িয়ায় ভাঙ্গছে সাধুর হাট
এসএম.মাজিদুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: “সত্য বল সু পথে চল ওরে আমার মন”, “মানুষ ভজলে সোনার মানুষ হবি”, “খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” এ ধরনের বহু আধ্যাতিক গানে মেতে ছিল কুষ্টিয়াবাসীসহ সারাদেশ। আজ মঙ্গলবারই শেষ হতে চলেছে কুমারখালী ছেউড়িয়া লালন আখড়ায় পহেলা কার্তিক থেকে শুরু হওয়া লালনের ১২৫তম তিরোধান দিবস উপলেক্ষ ৫ দিনব্যাপি অনুষ্ঠান ।
সেই সাথে ভাঙ্গতে শুরু করেছে দুর দুরান্ত থেকে আসা সাধু ভক্তদের হাট। কানায় কানায় ভরে উঠেছিল লালনের এই সাধন ভূমি। লালন আখড়া বাড়িতে আসা বাউল ও সাধুরা একাডেমিক ভবনের নিচ তলাসহ মূল মঞ্চের আশে পাশে অবস্থান নিয়েছিল। তারা চার থেকে পাঁচজনের ছোট ছোট দলে ভাগ হয়ে ঢাক-ঢোল পিটিয়ে ও দোতারা বাজিয়ে লালনের গানে সুর তুলছিল।
আখড়ায় জায়গা না পেয়ে অনেকে আশ্রয় নিয়েছিল কালী নদীর তীরে। অনুষ্ঠান শেষ হওয়ার আগে থেকেই কমতে শুরু করেছে সাধুরা। লালনের আদর্শকে ধারন করে বাড়ির দিকে রওনা দিয়েছেন অনেকেই। সাধুর হাট ভাঙ্গার সাথে সাথে কিছুটা কমতে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়।
লালনের তিরোধান দিবসে প্রতিবারের মতো এবারও কালী নদীর পাড়ে লালন মাঠে বসেছে গ্রামীণ মেলা। এ মেলায় খাবারের দোকান, খেলনা, কসমেটিক, পোশাক, নাগর দোলা, যাদু প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের দোকান। তবে কিছু স্টল মেলা শেষ হওয়ার পরও কিছুদিন থাকবে বলে জানিয়েছেন স্টল মালিকেরা। কারন মেলা শেষ হলেও দর্শনার্থীদের লালনে আসার ইচ্ছা শেষ হবে না।
লালন মাঠের মঞ্চে প্রতিদিন গভীররাত পর্যন্ত চলেছে লালন গীতি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবশেন করছেন লালন একাডেমিসহ দেশের খ্যাতনামা শিল্পীরা। এবারের লালন মেলাতে বিদেশী ভক্তবৃন্দ গতবারের চেয়ে একটু কম দেখা গিয়েছে ।
অনুষ্ঠান উপলক্ষে এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এবার বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসনকে সর্তক অবস্থানে দেখা গিয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন