ছেলের চলচ্চিত্রে নায়ক বাবা
 
            
			বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। রুপালি জগতের প্রিয় এ মুখকে এখন খুব বেশি দেখা যায় না। মাঝে মাঝে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মীর ব্যানারের কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। এবার তাকে এ প্রযোজনা প্রতিষ্ঠানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে।
নায়করাজের ছোট ছেলে চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করবেন। আমাদের সঙ্গে আলাপে এসব কথা জানান সম্রাট।
এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘এ শর্ট ফিল্মে বাবাকে প্রয়োজন। একজন বাবাকে নিয়ে এর গল্প লেখা হচ্ছে। এর নায়কই একজন বাবা। এ জন্য চরিত্রের প্রয়োজনে বাবাকে নিতে চাচ্ছি। বাবা সুস্থ থাকলে ডিসেম্বরের শেষে শুটিং শুরু করব।’
এর গল্প প্রসঙ্গে সম্রাট বলেন,‘এ শর্ট ফিল্মটি রিলেশনশিপ নিয়ে নির্মাণ করা হবে। আমাদের সমাজে দেখা যায় যখন বাবা-মায়ের বয়স হয়ে যায়, তখন সন্তানেরা বাবা-মাকে দেখভাল করতে চাচ্ছে না। এ ধরনের নেগেটিভ কিছু চিন্তাভাবনা আমাদের জেনারেশনের মধ্যে রয়েছে। এগুলোই এর গল্পে দেখা যাবে।’
এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চিত্রনায়ক সম্রাট নিজেও অভিনয় করবেন। এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘এ শর্ট ফিল্মের চিত্রনাট্য লেখা শেষ হলে দেখা যাবে এতে বড় ভাইকে (বাপ্পারাজ) নেয়া হতে পারে। এ জন্য ভাইয়াকে নেয়ার মতো করেই গল্প লেখা হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তবে আমি এতে অভিনয় করব।’
এর আগে সম্রাটের পরিচালনায় ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র’ শিরোনামের একটি কমেডি ঘরানার টেলিফিল্মে নায়ক রাজ অভিনয় করেন। এ ছাড়া সম্রাটের নির্দেশনায় আরো কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
 
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
 
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
 
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













