ছেলের শোক সইতে না পারে মায়ের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মা নুরজাহান বেগম (৬০) মারা গেছে। শুক্রবার সকালে সদর উপজেলার শালুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ছেলে ও মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ছাত্র তারেক রহমান মারা যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে শহরের কাঠেরপুল এলাকায় তারেক রহমান (২২) মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় গুরুত্বর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপতালে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ছেলের মৃত্যুর খবর শুনে তারেকের মা নুর জাহান (৬০) অসুস্থ হয়ে পড়ে। ছেলের শোক সইতে না পেরে শুক্রবার সকালে তিনিও মারা যান। এ ঘটনায় শালুয়াভিটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় ভাই মারুফ রহমান জানান, ছোট ভাই মারা যাবার খবর শুনেই মা গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে। সকালে মা মারা যান।
স্থানীয় ইপি সদস্য শহিদুল ইসলাম জানান, গতকাল রাতে তারেকের দাফন সম্পন্ন করার পর বাড়ীতে আসি। পরে শুক্রবার সকালে মা নুরজাহানও মারা যান। তিনি আরও বলেন, ছেলের দাফনের পরে মায়ের দাফনের কাজ সম্পন্ন কর হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন