ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে সরফভাটা ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা কালিছড়ি সেগুন বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম সরফভাটা গঞ্জম আলী সরকার বাড়ির উকিল আহমদ (৫৫) ও তার ছেলে মো. ইসমাইল (১৬) মঙ্গলবার সকালে জঙ্গল সরফভাটা গ্রামের কালিছড়ি সেগুন বাগানে গাছ বিক্রির জন্য যায়।
এ সময় পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার রশিদ, ওসমান, মঞ্জু, কাসেম, দিদার সাইফু ধারালো ছুরি দিয়ে বাবা-ছেলেকে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলে বাবা উকিল আহমদ মারা যায়। আহত হয় ছেলে ইসমাইল।
স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এলাকাবাসীরা জানিয়েছে, গত বছরের ৪ ফেব্রুয়ারি প্রবাসী ইদ্রিছকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যা মামলায় উকিল আহমদ, মো. ইসমাইলসহ অনেকেই আসামি ছিলেন। প্রবাসী ইদ্রিছ হত্যাকাণ্ডের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে বলে এলাকাবাসীর ধারণা।
এ হত্যাকাণ্ডে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নিহতের পিতা আবুল কালাম জানান, সকাল ৭টায় সেগুন বাগানে আমার ছেলে ও নাতি গাছ বিক্রি করতে যায়। রশিদ, ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে।
সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি জানান, ঘটনার খবর পুলিশকে জানিয়েছি। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন