ছেলে আরিয়ানকে শাহরুখের বিশেষ নির্দেশনা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে আটকের খবরটি তিনি নিজে জানিয়েছিলেন টুইটের মাধ্যমে। এটি যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তাকে হয়রানির তৃতীয় ঘটনা। এ খবরটি ঝড় তোলে সারাবিশ্বে।
টুইটে তিনি লিখেন, ‘বিশ্বে চলমান পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার প্রতি আমি পুরোপুরি শ্রদ্ধাশীল। কিন্তু মার্কিন ইমিগ্রেশনে আমাকে প্রতিবার আটকে দেওয়া সত্যিই দুঃখজনক।’
এ ঘটনায় মার্কিন কূটনৈতিকদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচ ভার্মা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তারা শাহরুখের কাছে দুঃখ প্রকাশও করেন।
মার্কিন মুলুকে শাহরুখের যাত্রায় বিমানবন্দরের ধুলো ছাড়া মোটামুটি সব ঠিকঠাকই চলছে। স্ত্রী গৌরি খান ও তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আবরাম খানকে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নিয়ে গিয়েছিলেন তিনি। এখানে তার জ্যেষ্ঠপুত্র আরিয়ান ফিল্মমেকিংয়ে স্নাতক করার কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন।
গত ১১ আগস্ট লস অ্যাঞ্জেলেস পৌঁছান শাহরুখ। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে তরুণ ভক্তদের ভিড়ের মধ্যে পড়েন তিনি। তারা বলিউড বাদশাকে সেলফি তোলার অনুরোধ জানায়। ৫০ বছর বয়সী এই অভিনেতা আরিয়ানের ভবিষ্যৎ সহপাঠীদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন।
শাহরুখ বলেন, “আরিয়ানকে অনেক ছবি দেখিয়েছি। কারণ ফিল্ম স্কুলে যাচ্ছে সে। ওর দেখার জন্য ‘আনটাচেবলস’, ‘গুডফেলাস’, মাইকেল ডগলাসের ‘ফলিং ডাউন’-এর মতো কিছু ছবি দিয়ে একটি ফোল্ডার বানিয়েছি। তাকে এখন ইংরেজি ছবিই দেখাচ্ছি। তবে হিন্দি ছবির একটি ফোল্ডারও আছে। এতে রয়েছে ‘শোলে’, ‘দো আঁখে বড়া হাত’ এবং দিলীপ কুমার ও আমার অভিনীত ‘দেবদাস’। আমি চাই, আরিয়ান আরও অনেক ছবি দেখুক।”
আপনার পদাঙ্ক অনুসরণ করে আরিয়ান অভিনেতা হবে কি-না এ ধরনের প্রশ্নের জবাবে শাহরুখের বক্তব্য ছিল, এ মুহূর্তে ও আমার পড়ালেখার পদাঙ্ক অনুসরণ করছে। আমি মাস্টার্স সম্পন্ন করেছি। আমার বাচ্চারাও গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে। অভিনেতা বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনেতা হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে তারাই সিদ্ধান্তে নেবে তারা কি হতে চায় এবং কিসে তারা সুখী হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন