ছেলে বলছে মা ‘ডাইনি’, বেনজির ঘটনা বঙ্গে। ভিটে ছাড়া মাকে ফেরালো পুলিশও
ডাইনি অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে। পঞ্চায়েত থেকে পুলিশ সবাই সব জেনেও চুপ।
বছর ২৫ আগে স্বামীকে হারিয়েছেন বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুরের বাসিন্দা লক্ষ্মী মুর্মু (৬১)। স্বামী সোম টুডুর মৃত্যুর পরে লোকের বাড়িতে কাজ করে দুই ছেলে ও মেয়েকে বড় করেছেন ওই আদিবাসী মহিলা। দুই মেয়ের বিয়েও দিয়েছেন। নিজের রোজগারে কয়েক বিঘা জমিও করেছেন তিনি। সব কিছু ঠিকই ছিল কিন্তু বছর খানেক আগে পুত্রবধূর হাঁপানি ধরা পরে। স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে ছেলে রমেন মায়ের অনুমতি ছাড়াই জমি বন্ধক দেয় বলে অভিযোগ। স্ত্রীর অসুখ ভাল না হওয়ায় জানগুরুর শরণাপন্ন হয় রমেন। বাড়িতে পুজো-আচ্চা করে জানগুরু জানিয়ে দেন যে, পরিবারেরই কেউ ডাইনি। এর পরেই রমেন তার মাকে ডাইনি বলে সন্দেহ করতে শুরু করে। ডাইনি মায়ের কু-নজরের প্রভাবেই স্ত্রী অসুস্থ হয়েছে বলে সে কিছুদিন স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে থাকে।
এর পর শুরু হয় লক্ষ্মী মুর্মুর উপরে ছেলের অত্যাচার। লক্ষ্মী জানিয়েছেন, জানগুরুর কথা মতো রমেন তাঁকে ডাইনি বলে সন্দেহ করে ও নানা ভাবে অত্যাচার চালায়। প্রাণভয়ে বাধ্য হয়েই তিনি ভিটে ছেড়ে হিলি থানা এলাকায় মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে এলাকার পঞ্চায়েত থেকে বালুরঘাট থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু কেউই তাঁকে বাড়িতে ফিরিয়ে, উপযুক্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছে না বলেও তাঁর অভিযোগ।
দেখুন ভিডিও। শুনুন মা ও ছেলের বক্তব্য—
https://youtu.be/5EbUtwLLY8Y
https://youtu.be/1-OdeGIQpuE
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন