ছেলে হত্যায় মা ফাহমিদার স্বীকারোক্তি
দেড় বছরের শিশুসন্তান নিহাল সাদিক হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা ফাহমিদা মীর মুক্তি (৩৫)।
বুধবার ঢাকার সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম মাসুদ জামানের কাছে ওই স্বীকারোক্তি দিলেন মা। পরে বিচারক ফাহমিদা মীর মুক্তিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
দুই দফায় ৫ দিনের রিমান্ড শেষে এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার ইন্সপেক্টর মো. আলমগীর হোসেন আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে উত্তরখান থানাধীন মাস্টার পাড়ার সোসাইটি রোডের বাসায় খুন হয় দেড় বছরের শিশু নিহাল সাদিক।
পুলিশের ধারণা, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত শিশু নিহালকে খুন করেন তার মা মুক্তি। ছেলেকে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
গত ১৮ এপ্রিল মধ্যরাতে পুলিশ মুক্তিকে হেফাজতে নিয়ে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ১৯ এপ্রিল শিশুটির বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন মুরাদ বাদী হয়ে হত্যা মামলা করেন।
অন্যদিকে, আত্মহত্যার চেষ্টার অভিযোগে ফাহমিদা মীর মুক্তির বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
হাসপাতাল আসামি মানসিক ও শারীরিকভাবে সুস্থ মর্মে ছাড়পত্র দিলে গত ২৯ এপ্রিল ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আবেদনের ওপর শুনানি শেষে ২মে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৫ মে আদালত এ আসামির বিরুদ্ধে পুনরায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন