শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় হয়ে নায়িকা হব’

‘সবার জীবনেই একটা লক্ষ্য থাকে বড় হয়ে সে কি হবে? আমিও এর ব্যতিক্রম ছিলাম না। ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় হয়ে নায়িকা হব। এ স্বপ্নকেই এখন বাস্তবে রূপ দিয়ে যাচ্ছি। এখন শুধু ছোট পর্দায় ভবিষ্যতে হয়তো বড় পর্দায় দেখা যাবে।’ আলাপকালে নিজের স্বপ্ন নিয়ে এমনটাই জানালেন ‘পালকী’খ্যাত অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। বর্তমানে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পালকী’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। মিডিয়াতে আসার পরপরই সবার নজর কাড়েন স্নিগ্ধা। কিছুদিন আগেও ভাবেননি তার এই নাটক নিয়ে এতো আলোচনা হবে- এমনটাই জানালেন স্নিগ্ধা। তিনি বলেন, ‘যেখানে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। সেলফি তোলা, অটোগ্রাফ নেওয়া কিংবা কুশল-বিনিময় সবই করে ভক্তরা। আর সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে ফলোয়ার যেন দিনদিন বাড়ছে।’

মিডিয়াতে কাজ করার ইচ্ছেটা তার ছোটবেলা থেকেই। তখন থেকেই শেখার শুরু নাচের। ধীরে ধীরে নাচের সঙ্গে যোগ হয় অভিনয়ের ইচ্ছেটাও। আর সেই ইচ্ছে পূরণের অংশ হিসেবেই ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় করেন ‘বেস্ট স্মাইল’-এর খেতাব। মিষ্টি হাসির এই অভিনেত্রীর মিডিয়াতে যাত্রা শুরু তখন থেকেই। এরপরের গল্প সবারই জানা।

স্নিগ্ধা থেকে ‘পালকী’ হয়ে উঠলেন কিভাবে এমন প্রশ্নের উত্তরে স্নিগ্ধা বলেন, ‘২০১৪ সালের মাঝামাঝি ‘পালকী’র অডিশন হয়। বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর যোগাযোগ করি। তারা আমাকে সিলেক্ট করেন। কিন্তু তখনো আমি জানতাম না যে ‘পালকী’ চরিত্রের জন্যই মনোনীত হয়েছি। পরে জানানো হয় আমি ‘পালকী’তে কেন্দ্রীয় চরিত্রে কাজ করব। এ নাটকের পুরো গল্পটাই ‘পালকী’ চরিত্রটিকে ঘিরে। অনেকে তো আমাকে এখন ‘পালকী’ নামেই ডাকেন।’

স্নিগ্ধার এ যাত্রা কিভাবে তা জানতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। আজকের যে অবস্থান সেটির স্বপ্ন তিনি বুনেছিলেন ২০০৮ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে। যদিও খুশি থাকতে হয় ১১তম পজিশন নিয়ে। কিন্তু সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিখেছিলেন অনেক কিছু যা তার পথচলায় কাজে লেগেছে। কেউ কেউ অভিযোগ করেন এ নাটকের অনেক কিছুই ভারতীয় সেটআপ এবং সংস্কৃতির আদলে।

এ অভিযোগকে উড়িয়ে দিয়ে স্নিগ্ধা বলেন, ‘দেখুন মুক্ত আকাশ সংস্কৃতিতে আমরা অনেক কিছুই ঘরে বসে দেখতে পাচ্ছি। সেটআপ-মেকাপ কিছুটা মিল থাকলেও কাহিনী-চিত্রনাট্য সবকিছুই কিন্তু দেশীয় আদলে। এমনকি এ নাটকে পোশাক-আশাকে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে হোক সেটা শাড়ি কিংবা সালোয়ার কামিজ। তাছাড়া দর্শকরা যদি ভারতীয় সিরিয়াল পছন্দ করে থাকে তাহলে আমাদেরটা কেন করবে না। অথচ আমাদের দিকেই শুধু আঙুল তোলা হচ্ছে যা পুরোপুরি ঠিক নয়। এতটুকু আশ্বস্ত করতে পারি যে, যারা অভিনয় করছি প্রত্যেকেই দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই কাজ করছি।’

বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে স্নিগ্ধা বলেন, ‘অবশ্যই আছে, আমি অলরাউন্ডার হতে চাই। তবে পালকী নাটকে নিজেকে আরও পরিপক্ব ও গুছিয়ে নিতে চাই। এ নাটক নিয়ে খুবই ব্যস্ততার সঙ্গে দিন কাটাচ্ছি। এটি শেষ হলে তখন দেখা যাবে অন্যান্য কাজ- হোক সেটা ছোট কিংবা বড় পর্দা।

বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইংরেজিতে মাস্টার্স করছেন স্নিগ্ধা। আর এখান থেকেই অনার্স শেষ করেছেন তিনি। একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাই তার প্রধান লক্ষ্য। তাই তো হতে চান একজন আইকন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন