‘ছোটবেলায় ওয়ালশকে দেখেই পেস বোলার হওয়ার ইচ্ছা জাগে’

নিজের আদর্শকে পাচ্ছেন কোচ হিসেবে। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে!
আনন্দ ধরে রাখতে পারেননি সীমিত ওভারে বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দেখেই পেসার হতে চেয়েছিলেন মাশরাফি। ছোটবেলা থেকে তাকেই আদর্শ মেনে আসছেন।
বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন ওয়ালশ; এমন ঘোষণার দিনই ব্যাপারটি নিয়ে কথা বললেন মাশরাফি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে বসে মাশরাফি জানান, এটা অন্যরকম এক ভালো লাগা।
তিনি বলেছেন, ‘আমি নিজে ছোটবেলা থেকেই ওয়ালশের দারুণ ভক্ত। যখন থেকে আমি খেলা দেখা শুরু করেছি তখনও তিনি খেলছিলেন। টিভিতে অনেক খেলা দেখেছি তার। ছোটবেলায় ওয়ালশকে দেখেই পেস বোলার হওয়ার ইচ্ছা জাগে। তখন থেকে তাকেই আইডল মনে করে আসছিলাম। আমার সেই আদর্শই আজ বাংলাদেশের পেস বোলিং কোচ।’
শুধু তাই নয়, ওয়ালশের কারণে ড্রেসিংরুমের পরিবেশও পরিবর্তন হয়ে যাবে বলে মনে করছেন মাশরাফি। বিশেষ করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজগুলো কোর্টনির উপস্থিতি বাংলাদেশের পেসারদের অনুপ্রেরণা দেবে বলে মন্তব্য মাশরাফির।
বলেছেন, ‘কোর্টনি ওয়ালশ বোলিং কোচ হিসেবে কাজ শুরু করার আগেই তো আমাদের ড্রেসিং রূমের চেহারা পাল্টে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তার উপস্থিতিটাই আমাদের অনেক বেশি চাঙ্গা করে তুলবে। যেরকম মানের একজন ফাস্ট বোলার আমোদের সঙ্গে আছেন, তিনি আমাদের অভিভাবক, কোচ; এই বোধটাই যখন জাগ্রত হবে, তখন আরও বেশি চাঙ্গা হয়ে উঠবে আমাদের ক্রিকেটাররা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন