ছোট দোষে বড় সাজা!
ছেলেটির অপরাধ সে রাস্তার ওপর দাঁড়িয়ে এক প্রভাবশালীর মেয়ের সাথে কথা বলেছে। ব্যাস! এতেই সমাজপতিরা ক্ষেপে গেল। চৌদ্দ বছরের কিশোরটিকে ধরে এনে পা থেকে মাথা পর্যন্ত থেতলে দেওয়া হলো। এমনকি তার পুরুষাঙ্গে পেরেক ঢুকিয়ে নির্যাতন করতে ছাড়েনি প্রভাবশালীরা। নির্যাতনের ফলে ছেলেটি মলমুত্র ত্যাগ করে ফেলে। অচেতন হয়ে ছিল ৪/৫ দিন।
ঘটনাটি কালীগঞ্জের দাসবায়সা গ্রামে ঘটেছে গত ২২ জুন। কিন্তু এই উন্নত প্রযুক্তির যুগেও ঘটনাটি চাপা পড়ে আছে প্রভাবশালীদের কালো থাবায়। নির্যাতনের শিকার ছেলেটির নাম পারভেজ হোসেন। তার বাড়ি মাগুরার শালিকা উপজেলার সিমাখালীর পিয়ারপুর গ্রামে। বাবার নাম শিমুল হোসেন।
ছোটবেলা থেকে পারভেজ তার নানা বাড়ি কালীগঞ্জের দামোদরপুর গ্রামে খাকতো। পেশায় সে রাজমিস্ত্রির জোগালে।
কালীগঞ্জের ওসির ভাষ্য, বিষয়টি মীমাংসার জন্য তার নানা আসামিদের সাথে যোগাযোগ রাখছে। এ জন্য দশ দিনেও মামলা রেকর্ড হয়নি। অন্যদিকে নানা জিল্লুর রহমান বলেছেন, আমরা কোন মীমাংসার চেষ্টা করছি না।
নির্যাতিত পারভেজের মা পারভীনা বেগম সাংবাদিকদের জানান, তার ছেলে পারভেজ ও তার চাচাতো ভাই গত ২২ জুন বিকাল ৫টার দিকে পার্শ্ববর্তী গ্রাম দাসবায়সা গ্রামের আজিজুলের মেয়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। এসময় মেয়ের বাবা আজিজুল ও তার লোকজন এসে পারভেজকে মারধর করে ধরে নিয়ে যায়। এসময় পারভেজের সঙ্গে থাকা তার চাচাতো ভাই নাজমুল পালিয়ে এসে বাড়িতে খবর দেয়। তবে পরিবারের লোকজন দাসবায়সা গ্রামে গিয়ে আর পারভেজকে খুঁজে পায়নি।
তিনি আরও জানান, এজাহারে প্রভাবশালীদের নাম থাকায় মামলা রেকর্ড হচ্ছে না। এর মধ্যে দুইবার এজাহার কাটাছেড়া করে জমা দেওয়া হয়েছে, পরপরও মামলা রেকর্ড কিংবা আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না।
নির্যাতিত পারভেজকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। বর্তমানে পারভেজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০০ নং ওয়ার্ডের ইউনিট-২ এর বি-৪০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন