অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ছয় উইকেট হরিয়ে ধুঁকছে ভারত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ফিল্ডিংয়ে নেমে উইন্ডিজের শুরুটাও হয়েছে দারুণভাবে। স্কোরবোর্ডে কোনোমতে ৫০ রান যোগ করতে না করতেই সাজঘরে ফিরেছেন ভারতের পাঁচ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সরফরাজ খান ও মাহিপাল লোরমোর। কিন্তু ৩০তম ওভারে লোরমোরকে আউট করে ভারতকে আবারও চাপের মুখে ফেলে দিয়েছেন চেমার হোল্ডার। এ প্রতিবেদন লেখার সময় ২৯.১ ওভার শেষে ভারতের স্কোর ৮৭/৬।
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থতা দারুণভাবে প্রমাণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। প্রথম ওভারেই ভারতের মারমুখী ওপেনার ঋষভ পন্থের উইকেট তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। নিজের দ্বিতীয় ওভারে আনমোলপ্রীত সিংকেও সাজঘরে পাঠিয়েছেন এই ডানহাতি পেসার। সপ্তম ওভারের প্রথম বলে আবারও ভারতকে বড় ধাক্কা দিয়েছেন জোসেফ। এবার তুলে নিয়েছেন অধিনায়ক ইশান কিষানের উইকেট। চতুর্থ উইকেটে ৫২ বলে ১৪ রানের ধীরস্থির জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও সরফরাজ খান। কিন্তু ১৫তম ওভারে সুন্দরকেও সাজঘরমুখী করেছেন রায়ান জন। দুই ওভার পরে আরমান জাফরকেও আউট করে ভারতকে বিপদে ফেলে দিয়েছেন সামার স্প্রিঙ্গার।
২০০০, ২০০৮ ও ২০১২ সালের পর চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের মিশন নিয়ে ফাইনাল খেলছে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শেষ হাসি হাসতে পারলে নতুন চ্যাম্পিয়ন পাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেও শিরোপার দেখা পায়নি উইন্ডিজ। অন্তিম লড়াইয়ে হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে।
এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখতে হয়নি ভারতকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন শুরুই হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে হেরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিতর্কিত এক রানআউটের আশ্রয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররা। এর পর কোয়ার্টার ফাইনালে ভারত ও সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলছে উইন্ডিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন