শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছয় ঘণ্টায়ও খোঁজ মেলেনি ৬৬ আরোহী যাত্রীবাহী বিমানটির

ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে নিখোঁজ হওয়া বিমানটির সন্ধান পাওয়া যায়নি। ৬৬ আরোহী নিয়ে বিমানটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ কক্ষের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

‘ইজিপ্ট এয়ার’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিমান সংস্থাটির টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, প্যারিস থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাওয়া এমএস-৮০৪ ফ্লাইটটি রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে গেছে। এ বিষয়ে যেকোনো তথ্য পাওয়ামাত্র তা ইজিপ্ট এয়ারের মিডিয়া সেন্টারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ইজিপ্ট এয়ারের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, বিমানটিতে বিভিন্ন দেশের ৫৬ যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ফ্রান্সের ১৫ জন, মিসরের ৩০, ব্রিটেনের এক, বেলজিয়ামের এক, ইরাকের দুই, কুয়েতের এক, সৌদি আরবের এক, সুদানের এক, শাদের এক, পর্তুগালের এক, আলজেরিয়ার এক ও কানাডার একজন নাগরিক রয়েছেন। অবশ্য শুরুতে বিমানটিতে মোট ৬৯ আরোহী ছিল বলে জানানো হয়েছিল।

ইজিপ্ট এয়ার বলছে, মিসরের আকাশসীমায় পৌঁছানোর আগেই উধাও হয়ে যায় বিমানটি। প্যারিসের শাল দি গুল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর মিসরের আকাশসীমার ৮০ মাইল আগে এবং সমুদ্রসীমা থেকে ২৮০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর পর থেকে এখনো বিমানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মিসরের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু ভূমধ্যসাগর এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছে, সেহেতু এরই মধ্যে এ অঞ্চলে বিমানটি খুঁজতে অভিযান শুরু হয়েছে। মিসরের সামরিক বাহিনীর সঙ্গে গ্রিস কর্তৃপক্ষও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিখোঁজ হওয়ার ১০ মিনিট আগে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির সর্বশেষ যোগাযোগ হয় বলে বিমানবন্দরের এক কর্মকর্তা মিসরের আল আহরাম পত্রিকাকে জানিয়েছেন। সে সময়ও কোনো সমস্যার বার্তা বিমানটি থেকে দেওয়া হয়নি বলে ওই কর্মকর্তা জানান।

এ ছাড়া বিমানযাত্রীদের পরিবারের সদস্যদের কায়রো বিমানবন্দরের কাছে নিয়ে আসা হয়েছে। তাঁদের জন্য প্রয়োজনীয় চিকিৎসক, অনুবাদক এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করছে ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষ। যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে সেখানে যান মিসরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাঈল।

এর আগে গত মার্চ মাসে ইজিপ্ট এয়ারের একটি বিমান ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য আত্মসমর্পণ করে অবরুদ্ধ যাত্রীদের মুক্ত করে দেয় ছিনতাইকারী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ