ছয় বছরের শিশুর প্রতি ভিডিওতে আয় ১ লাখ রুপি
ভারতের কেরালা রাজ্যের ছয় বছর বয়সী নিহাল রাজ সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। ইউটিউবে কিচা টিউব নামে তার নিজের রান্নার ভিডিও প্রচার করছে সে। আর প্রতি ভিডিও থেকে তার আয় কত জানেন? রান্নার প্রতিটি ভিডিও থেকে নিহাল আয় করছে প্রায় ১ লাখ রুপি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
ওপেন ম্যাগাজিনের কাছে দেয়া এক সাক্ষাতকারে নিহালের বাবা-মা জানান, রান্নার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকেই সে তার একটি ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও প্রচার করা শুরু করে। চার বছর বয়সে মায়ের সঙ্গে রান্নাঘরে ঘোরাঘুরি করতে করতেই রান্নার প্রতি তার ভালোলাগা তৈরি হয় বলে জানিয়েছে নিহালের বাবা।
মূলত ইভান টিউব নামের একটি চ্যানেল দেখে উৎসাহিত হয়েই কিচা টিউচ নামে রান্নার চ্যানেল খোলে নিহাল। ইভান টিউবে নয় বছর বয়সী এক শিশু তার নতুন কেনা খেলনার রিভিউ দিয়ে থাকে। এটা দেখেই নিহালের বড় বোন নিহালকে ইউটিউবে একটি চ্যানেল খোলার জন্য উৎসাহ দিতে থাকে। পরে নিহাল এই চ্যানেল খুলে সেখানে নানা ধরনের রান্না বান্নার ভিডিও শেয়ার করতে থাকে। মানুষের কাছে নিহাল এবং তার চ্যানেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।
শুধুমাত্র ভারতেই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশেও নিহালের রান্নার ভিডিও দেখছেন বহু মানুষ। এসব ভিডিওর মাধ্যমে নিহালের জনপ্রিয়তা বেড়েই চলেছে। নিহালের এই ভিডিওর সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ হাজারের বেশি। তার এই ভিডিও চ্যানেলে ভিউয়ারদের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মার্কিন কমেডিয়ান এলেন ডিজিনার্সও রয়েছেন। এলেন গত মাসে তার একটি শো’তে নিহালকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













