বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছয় মাস খেলার বাইরে থাকবেন মোস্তাফিজ

আগামী বৃহস্পতিবার লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ফলে ছয় মাস মোস্তাফিজ খেলার বাইরে থাকবেন বলে মনে করছেন বিসিবির এই চিকিৎসক।

শনিবারে দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের উদ্দেশ্যে বিসিবির চিকিৎস দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরা অর্থোপেডিক সার্জনের সঙ্গে আলোচনা করেছি। ইসিবির পরামর্শ ছিলো দু’জনের প্রতি। এছাড়া অস্ট্রলিয়াতে আমাদের পুরনো একজন সার্জন ছিল। সব সার্জনই মোস্তাফিজকে অস্ত্রোপচারের পক্ষে রায় দিয়েছেন। তাই বিসিবি মোস্তাফিজের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।’

লন্ডনের দক্ষিণ কিংস্টোনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায়। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে এ অস্ত্রোপচার হবে। অস্ত্রোপচার করতে ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগলেও বাঁহাতি কাটার মাস্টারের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মোট সময় লাগতে পারে পাঁচ থেকে ছয় মাস। ফলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। এমনকি সংশয় রয়েছে ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলা নিয়েও।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের আরেক ডানহাতি পেসার রুবেল হোসেনের একই ধরনের অস্ত্রোপচার হয়েছিল। সম্পূর্ণ সেরে উঠতে প্রায় নয় মাসের মতো সময় লেগেছিল রুবেলের। তবে মোস্তাফিজের ক্ষেত্রে এতো বেশি সময় লাগবে না বলে মনে করছেন দেবাশিষ। রিহ্যাব প্রক্রিয়া ঠিকমত চললে ছয় মাসের মধ্যেই দ্রুত মাঠে ফিরে আসতে পারবেন বলে আশা করছেন বিসিবির এই চিকিৎসক।

এ বিষয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘এর আগে রুবেলের এ ধরনের অস্ত্রোপচার হয়েছিল, ওর মাঠে ফিরে আসতে প্রায় নয় মাসের মতো সময় লেগেছিল। তবে আশা করছি এতটা সময় লাগবে না মোস্তাফিজের। ঠিক মতো রিহ্যাব প্রক্রিয়া মেনে চললে ছয় মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবে মোস্তাফিজ।’

এদিকে মোস্তাফিজকে সার্বিকভাবে সব সময় দেখভাল করার জন্য আগামী কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন দেবাশিষ। এরই মধ্যে ভিসার জন্য আবেদন করেছেন বিসিবির এই চিকিৎসক। ভিসা হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন তিনি।

মোস্তাফিজের অস্ত্রোপচার হবার পর এক সপ্তাহ ইংল্যান্ডে অবস্থান করবেন। তবে হাসপাতালে সর্বোচ্চ দুই থেকে তিন থাকবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। এরপর লন্ডনের যে বাসায় বর্তমানে অবস্থান করছেন, অস্ত্রোপচারের পর সেখানে উঠবেন বলেও জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি