ছয় সপ্তাহের মধ্যে পুরোপুরি ফিট হবেন মোস্তাফিজ!

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বে সেরা পেসারদের তালিকায় প্রথম সারিতেই থাকে বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমানের নাম।
চলতি বছরে প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান এই টাইগার পেসার। এরপর লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে বিখ্যাত সার্জন এন্ড্রু ওয়ালেসের অধীনে অস্ত্রোপচার করেন তিনি।
অস্ত্রোপচারের পর ডাক্তার জানিয়ে ছিলেন মোস্তাফিজের ফিট হতে মোট ছয় মাস সময় লাগবে। এরপর অতিবাহিত হয়েছে বেশ কিছুদিন। তবে এখনও পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে মুস্তাফিজের সপ্তাহ ছয়েক সময় লাগবে। সেই হিসেবে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দেখা যেতে পারে টাইগারদের এই পেস বিস্ময়কে।
আগামী মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের আশা ডিসেম্বরের মাঝামাঝি বা ২০ শে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ফিটনেস ফিরে পাবেন মোস্তাফিজ।
এদিকে গতকাল শুক্রবারই নিউজিল্যান্ড সফর এবং অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দলে রাখা হয়েছে মোস্তাফিজকে।
১০ই ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐ কন্ডিশনিং ক্যাম্পের দলে থাকবেন মোস্তাফিজও। ইতিমধ্যে নেটে বোলিং শুরু করেছেন তিনি। ২ দিন আগে ৪ ওভার বল করেছেন নেটে।
আজ নেটে ৫ ওভার করার কোথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। তবে এখন আগের থেকে অনেক সুস্থ বোধ করছেন। মোস্তাফিজ নিজেই জানিয়েছেন মিডিয়াকে।
মোস্তাফিজ বললেন, ‘হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ফিটেনেস ফিরে পেতে শুরু করেছি। আশা করি নিউজিল্যান্ড সফরে যেতে পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন