শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কপূর, কিন্তু কেন?

বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম অনিল কাপূর কন্যা সোনম কপূর। সেই সোনম কপূরই কিনা জঙ্গিদের ধন্যবাদ জানাচ্ছেন! সোনমের এ হেন মন্তব্যের পরে সবার চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে।

জঙ্গিদের হঠাৎ ধন্যবাদ জানাতে গেলেন কেন সোনম? আর কাউকে ধন্যবাদ না জানিয়ে শেষমেশ জঙ্গিদের ধন্যবাদ দিলেন সোনম! নীরজা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পরে ধন্যবাদ জানাতে গিয়ে সোনম বলেন, ‘এই পুরস্কারের জন্য জঙ্গিদের এবং যাত্রীদের ধন্যবাদ জানাই।’

সময়টা ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর। ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছিল ‘প্যান অ্যাম ফ্লাইট ৭৩’ বিমানটি। মাঝে করাচিতে বিরতির সময়ে চারজন বন্দুকধারী নিরাপত্তারক্ষীর ছদ্মবেশে বিমানে উঠে তা হাইজ্যাক করে।

তাঁদের দাবি ছিল, আমেরিকান যাত্রীদের চিহ্নিত করে তাদের হাতে তুলে দিতে হবে। যাত্রীরা তখন ভয়ে সিঁটিয়ে। এমন সময়ে নীরজা ভানট নিজের প্রাণ বিসর্জন দিয়ে যাত্রীদের মুক্ত করেন। এই গল্প নিয়েই বায়োপিক ‘নীরজা’।

নাম ভূমিকায় অভিনয় করে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন সোনম। সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়েই সোনম ‘জঙ্গি’দের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর এ হেন বক্তব্যের পরে প্রশ্নের ঝড় উঠে গিয়েছে। খবরের ভিতরকার খবর বলছে অবশ্য অন্য কথা।

আসলে সোনম ‘নীরজা’ ছবিতে জঙ্গি এবং যাত্রীদের ভূমিকায় অভিনয় করা অভিনেতাদের কথা বলেছেন। যা বলতে চেয়েছিলেন, সেই অর্থ হয়ে গিয়েছে উলটো। সোনমের জন্য যিনি স্ক্রিপ্ট লিখেছিলেন, তিনি সমস্যা তৈরি করেছিলেন।

ভেবেছিলেন সোনমের মুখে বেশ বুদ্ধিদীপ্ত শোনাবে তা। কিন্তু তা তো হয়নি। উলটে সোনমের বুদ্ধিমত্তা ও রসবোধ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। নিন্দিত হয়েছেন সোনম।-এবেলা

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূর্যভিলা ভবনে জঙ্গিরা যে অবস্থান করছে, সেই তথ্য পুলিশকে দেন নিহত জঙ্গি প্রাক্তন মেজর জাহিদুল ইসলামের শাশুড়ি জহুরা আক্তার।

ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, জাহিদুল ইসলামের শাশুড়ির দেয়া তথ্যের ভিত্তিতেই এ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালানোর পর পুলিশের পক্ষ থেকে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার মেয়ে, পলাতক মুসার স্ত্রী তৃষ্ণা ও তার ছেলে বাসা থেকে বেরিয়ে আসে। ভেতরে এখনো তিন জঙ্গি অবস্থান করছে।

ওই বাড়ির মালিক জামালের মেয়ে জোনাকি জানান, তার বাবা কুয়েতপ্রবাসী। তারা ওই বাড়িতেই থাকতেন। পাঁচ মাস আগে ইমতিয়াজ নামের এক যুবক চাকরিজীবী পরিচয়ে তাদের বাসা ভাড়া নেয়। প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই তাদের ভাড়া দেওয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন