শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নেদারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও মৌলবাদকে নিয়ে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় ষড়যন্ত্রকারীরা। যারা জঙ্গিবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন ও প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। হেগ শহরের হোটেল কুর হাউসে অনুষ্টিতেএ সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে যারা পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বের নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান।

আগামীতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে যেমন ষড়যন্ত্র হয়েছে তেমনি এখনও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে দিতে চায় ষড়যন্ত্রকারীরা। কিন্তু আমি নিজের জীবন উৎসর্গ করে হলেও বাংলাদেশের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব।’

নেদারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি জনাব মায়ীদ ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তফা জামানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতিক, ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত, সাধরণ সম্পাদক এমএ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, নেদারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান প্রমুখ।

সভায় উপস্থিত চ্ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ- সভাপতি জালাল উদ্দিন, এমএ হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন রিয়াদ, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হক, এম নজরুল ইসলাম, মুজিবর রহমান হাসনাত মিয়া, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, সহ সভাপতি ইকবাল হোসেন মিঠু, ফ্রান্স আওয়ামী লীগের এম নাজিম উদ্দিন, সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মো আবুল কাশেম, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, এম রব মিন্টু, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, আতাউর রহমান আতা, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকউল্লাহ, পর্তুগাল সহ-সভাপতি মহসীন হাবিব ভুইয়া, রফিকুল ইসলাম বাবলু, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, শহিদুল হক, সাধারণ সম্পাদক পলিন মনির, সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি ড. ফরহাদ আলী খান, রানাখান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুক্তরাজ্য আওয়ামী যুব লীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সুইডেন আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক যোবায়দুল হক সবুজ, বেলজিয়াম আওয়ামী যুবলীগের সভাপতি এমএম মোর্শেদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীবিস্তারিত পড়ুন

হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত

হাইকোর্ট বিভাগে ১২ জন বিচারপতিকে আপাতত প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়াবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস

জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়বিস্তারিত পড়ুন

  • মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন
  • শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ
  • ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু
  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত, আজষ্টমী ও কুমারী পূজা
  • যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সরকারকে সেলিমা রহমান
  • রাস্তা দ্রুত মেরামত না হলে উত্তর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • ডিমের বাজারে আগুন: মিডিয়াকে দুষলেন প্রাণিসম্পদ উপদেষ্টা