‘জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থান জনগণকে আশ্বস্ত করেছে’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশ সব ধরনে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে। আর জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শেখ হাসিনা জনগণকে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসন নিশ্চিত করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার আইনের শাসন নিশ্চিত করতে সদা সতর্ক রয়েছে।
তিনি আজ মিরপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি)-এর বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যটিজিক ল’ ডিপার্টমেন্টের উদ্যোগে ‘হিউম্যান রাইটস ইন দ্য এজ অব ইম্পেরিয়ালিজম’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যটিজিক ল’-এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল আরিফ মাওলার সভাপতিত্ব ও সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। সেমিনারে প্রধান বক্তা অধ্যাপক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আইনমন্ত্রী বলেন, প্রভাবশালী রাষ্ট্রগুলো মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক যেসব চুক্তি ও কনভেনশন স্বাক্ষর করে সেগুলোর নেপথ্যে থাকে তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টা। যা মানবাধিকার চর্চার ক্ষেত্রে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। সা¤্রাজ্যবাদী রাষ্ট্রগুলো মানবাধিকার রক্ষার নামে অন্যান্য দেশের বৈদেশিক নীতির উপর প্রভাব বিস্তার করছে।
মন্ত্রী বলেন, যে কোনো উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা। শিক্ষার উন্নয়নের মাধ্যমে আমরা জানতে পারি দেশে মানবাধিকার লংঘিত হচ্ছে কী না। তিনি বলেন, শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যে কোনো ধরণের মানবাধিকার লংঘন রোধ করা সম্ভব।
সঠিক শিক্ষা যে কোনো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার, মৌলিক অধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচারসহ জনগণের সব ধরণের অধিকার সংবিধান স্বীকৃত। এ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন