বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদ উত্থানে সরকারকে দায়ী করলেন মওদুদ

ক্ষমতাকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সমর্থনের জন্য সরকার ‘দূরভিসন্ধিমূলক’ উদ্দেশ্যে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সুযোগ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল এবং নিঃশেষ করার অপচেষ্টায় লিপ্ত আছে বলেই আজকে বিপথগামী এবং উগ্রবাদীরা সুযোগ নিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।’

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ দমনে দেশে অবাধ নির্বাচন অনুষ্ঠান এবং সব গণতান্ত্রিক ও রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে উগ্রপন্থীদের ‘উত্থানের’ নেপথ্যে সরকারকে দায়ী করে মওদুদ আহমদ বলেন, ‘গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশকে নিঃশেষ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ উত্থানে সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারকেই আমরা দায়ী করতে চাই। ইচ্ছাকৃতভাবে সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সমর্থন লাভের দূরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এই ভয়ংকর পথ বেছে নিয়েছে।’

দেশে ‘সন্ত্রাস এবং জঙ্গিবাদ’ দমনে দুটি পথ খোলা আছে- জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘এ জন্য অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। দ্বিতীয়টি হচ্ছে, সকল গণতান্ত্রিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে দমন করা।

‘এই দুটি কাজ যদি করেন, তাহলে দেশে জঙ্গিবাদ থাকবে না। গণতান্ত্রিক শক্তিগুলোকে যদি দুর্বল করে দেন, সেখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসীরা সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। যদি দেশকে ভালোবাসেন, আন্তরিক হন সত্যিকার অর্থে জঙ্গিবাদ দমন করতে চাইলে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন।’

জঙ্গিবাদ দমনে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা।

বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সরকার মিডিয়ার মাধ্যমে ‘মিথ্যা প্রপাগণ্ডার আশ্রয় নিয়ে’ দলটিকে জঙ্গিবাদ সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মওদুদ।

তিনি বলেন, ‘সারাদেশে যৌথ অভিযানের নামে পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকারের এই নীতি ভুল। এই বিষয়টি দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে।

এ সময় ব্লগার, বিদেশি নাগরিক ও পুলিশ সদস্যদের হত্যার নিন্দা জানান তিনি।

বিএনপিকে একটি মধ্যপন্থি উদার গণতান্ত্রিক এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দল হিসেবে অভিহিত করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। আমরা যে কোনো ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে।’

আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হান্নান শাহ ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোস্তাহিদুর রহমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সভা পরিচালনা করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ও সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল