শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদ মোকাবিলায় গণমাধ্যম-পুলিশ এক হয়ে কাজ করার প্রত্যয়

জঙ্গিবাদ মোকাবিলায় গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক ও পুলিশ এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ‘জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভার বক্তারা। এমনকি জঙ্গি আস্তানায় অপারেশনের সময় পুলিশ কৌশলগত কারণে যেসব পদক্ষেপ গ্রহণ করে থাকে, সেসব বিষয়ে অতীতের মতো গণমাধ্যম তাতে সহযোগিতা করবে বলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ডিএমপি’র আয়োজনে ‘জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা দেশের স্বার্থে এক হয়ে কাজ করার কথা জানান।ক্র্যাবের সভাপতি আকতারুজ্জামান লাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং মুখ্য আলোচক ছিলেন কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

ডিএমপি কমিশনার তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘‘রানা প্লাজার ঘটনায় আমাদের দেশের গণমাধ্যম এক মাস লাইভ দেখিয়েছে।এটার কারণে বায়াররা অভিযোগ করেছে, ‘তোমাদের দেশে কর্মপরিবেশ নেই।’ তারা সুযোগ নিয়ে এখন কম দামে পণ্য কিনছে। দেশের ভাবমূর্তি ক্ষণ্ন হয়েছে।’’

তিনি বলেন, ‘ফ্রান্স, বেলজিয়ামে বড় সন্ত্রাসী হামলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে। তারা কিন্তু এসব লাইভ করেনা। জাতীয় স্বার্থে আমাদের মিডিয়াকে একসঙ্গে কাজ করতে হবে।’

মনিরুল ইসলাম দীর্ঘ দু’ঘন্টা দেশের জঙ্গিবাদের উত্থান, নেতৃত্ব, জঙ্গিবাদের বিভিন্ন মতবাদ, বর্তমান চিত্র, জঙ্গিবাদে জড়ানোর কারণ, অর্থায়ন, নাশকতা, পরিকল্পনা, জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা, জঙ্গিবাদ বা উগ্রবাদের মতাদর্শের ব্যক্তিদের চেনার উপায়, তাদের ফিরিয়ে আনার কৌশল নিয়ে আলোচনা করেন।

মনিরুল ইসলামের আলোচনা শেষে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকরা মুক্ত আলোচনায় অংশ নেন। পুলিশকে সহযোগিতার কথা জানান তারা। এসময় জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের বিভিন্ন দিক নিয়েও তারা আলোচনা করেন, মতামত দেন।

সংবাদ কর্মীরা বলেন, গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার সময় পুলশের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে, ঘটনাস্থলে সেই ধরনের সহযোগিতা সংবাদকর্মীরা করেছে। যাতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদে অপারেশন চালাতে পারে, সেজন্য লাইভও বন্ধ করা হয়েছিল।

ক্র্যাবের সভাপতি আকতারুজ্জামান লাবলু বলেন, ‘জঙ্গিবাদ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি নিয়ে আমাদের সাবধানে কাজ করতে হবে। পুলিশ ও সাংবাদিক উভয় দেশের স্বার্থে কাজ করে। ভবিষ্যতেও করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্র্যাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু, ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল