জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সবই করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যা যা করণীয়, তার সবই করবে বাংলাদেশ।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার, সৌদি একটা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে জঙ্গিবাদ এবং সন্ত্রাস দূর করবার জন্য একটা ইসলামী জোট করেছে। সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে এবং প্রায় ৪০টা দেশ এতে যুক্ত হওয়ার ফলে আজকে এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং সেই সুযোগে বাংলাদেশও আছে এবং এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য, যা যা করণীয়, সেটা বাংলাদেশ করবে।’
‘এটা আমি ইতোমধ্যে সৌদি বাদশাহকেও জানিয়েছি এবং অন্যান্য মুসলিম কান্ট্রিকেও (দেশ) আমরা জানিয়েছি। ওআইসিকেও (ইসলামী সহযোগিতা সংস্থা) আমি জানিয়েছি। এবং এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ যে, আজকে যে সমস্ত ঘটনা ঘটছে, এ ধরনের ঘটনা যেন না ঘটে।’
ইসলামকে শান্তির ধর্ম আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যেন সেইভাবেই তার ধর্মটার সম্মান আরো উচ্চ শিখরে আমরা নিতে পারি, সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন