জঙ্গিরা কেউই পালাতে পারেনি : প্রধানমন্ত্রী
রাজধানীর গুলশানে আর্টিসান রেস্তোরাঁয় যৌথবাহিনীর অভিযানে ছয় জঙ্গি মারা গেছে এবং একজন ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিম্মিদের উদ্ধার করতে এবং জঙ্গিদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক উপস্থিতির কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি। এরমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। র্যাব বিজিবিও সেখানে প্রস্তুত ছিলো।’
তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের দমন করার জন্য রাত ৪টায় কমান্ডোরা পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করেন। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীর অভিযানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে জঙ্গিদের খতম করতে সক্ষম হয়েছি। অভিযান সফল হয়েছে।’
অভিযানটি সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘কমান্ডো অপারেশনে ১৩ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। কয়েকজনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা গেছে, একজন ধরা পড়েছে।’
এ সময় অন্যদের মধ্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন