জঙ্গি আস্তানা থেকে শিশুর মরদেহ উদ্ধার, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার ‘ছায়ানীড়’ভবনের জঙ্গি আস্তানা থেকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশের বোম্ব ডিসপোসল টিমের সদস্যরা বোম্ব নিষ্ক্রিয় করার সময় অজ্ঞাত ৬ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সেটি নিহত নারী জঙ্গির সন্তান হতে পারে।
চট্টগ্রাম জেলা পুলিশের (বিশেষ শাখা) ইন্সপেক্টর শাহ আলম ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পুলিশের বোম্ব ডিস্পোসল টিম কাজ করার সময় আত্মঘাতী হওয়া জঙ্গিদের অজ্ঞাত শিশুটির মহদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত শিশুটি আত্মঘাতী সেই মহিলা জঙ্গির সন্তান। মহিলাটি আত্মঘাতী হওয়ার সময় শিশুটিও নিহত হয়।
বুধবার সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় নামারবাজারে ‘সাধনকুটির’নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দু’জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধন কুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
পরে তাদের তথ্যে প্রেমতলার ‘ছায়ানীড়’ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। এতে নারীসহ চার জঙ্গি নিহত হয়। এদের মধ্যে পুলিশের গুলিতে একজন এবং আত্মঘাতী বোমার আঘাতে তিনজন মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন