মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি তামিম এই নিরিবিলি বাড়িটি বেছে নিয়েছিল কেন?

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন থেকে পশ্চিম দিকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে পাইক পাড়া। সরেজমিনে দেখা গেছে, এ জায়গাটি বেশ নিরিবিলি। আত্মগোপনে থাকার জন্য এমন নিরিবিলি জায়গা বেছে নিয়েছিলেন ঢাকার গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী।

পাইকপাড়ায় শাহ সুজা রোডের বড় কবরস্থান ও ছোট কবরস্থান নামে খানিক দূরত্বে দুটি কবরস্থান আছে। মাঝে ৪১০/১ এ নিরিবিলি পরিবেশে ছিমছাম তিনতলা একটি বাড়ি। এই বাড়িটিকেই নিরাপদ আবাস হিসেবে বেছে নিয়েছিল ২০ লাখ টাকা পুরস্কার ঘোষিত ওই জঙ্গি।

স্থানীয় বাসিন্দা মো. গনি মিয়া বলেন, ‘বাড়িওয়ালা ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি এ বাড়িতে থাকেন না। আমাদের পাইকপাড়া অত্যন্ত নিরিবিলি এলাকা। এখানে কোনো ঝামেলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। কিন্তু আমাদের শান্ত নিরিবিলি এলাকাকে জঙ্গিরা নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছে, ভাবতেই গা শিউরে ওঠে।’

প্রায় একই কথা বললেন ঘটনাস্থলের কিছু দূরের স্থানীয় বাসিন্দা মো. আজাদ মিয়া। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার চারপাশে পুলিশ ও র‍্যাব। বুঝতে পারলাম কিছু একটা হতে যাচ্ছে। কিছুক্ষণ পর সকাল আনুমানিক ৯টার দিকে বৃষ্টির মত গুলির শব্দ শুনতে পেলাম। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। প্রায় একঘণ্টা পর গুলির আওয়াজ থেমে যায়।’

তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে আজ মনে হলো মুক্তিযুদ্ধ বুঝি এমন ছিল।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জন্ম এখানে। জন্মের পর থেকে এমন পরিস্থিতি দেখিনি। আমাদের পাইক পাড়া অত্যন্ত নিরিবিলি ও শান্ত।’

রিয়াজুল ইসলাম নামে এক মুসল্লি বলেন, ‘শুনেছি আমাদের পাইক পাড়ার এই মসজিদেই জঙ্গিরা নামাজ পড়ত। কী সাংঘাতিক ব্যাপার। হয়ত আমাদের পাশে বসেই নামাজ পড়েছে কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি।’

পাইক পাড়া এলাকার গৃহবধূ মনোয়ারা বেগম বলেন, ‘ভোরে নামাজের ওজু করতে উঠে দেখি কারা যেন বাসার চারপাশে অবস্থান নিয়েছে। ভয় পেলাম। পরে একজন এগিয়ে এসে জানাল যে তারা পুলিশের লোক।’

তিনি বলেন, ‘আমার বিয়ের পর থেকে প্রায় ৩০ বছর এখানে আছি। কিন্তু কখনো এমন ঘটনা দেখিনি।’

সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অভিযান শেষ হয় সকাল সাড়ে ১০টার দিকে। এক ঘণ্টার ‘হিট স্ট্রং ২৭’ অভিযানে অংশ নেয় কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত, র‌্যাব ও পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জেএমবির এক সদস্যকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের এই আস্তানার খোঁজ মেলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত