জঙ্গি দমনে কমিউনিটি পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে : আইজিপি
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশে কমিউনিটি পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই দেশের পুলিশের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হিসেবে আইজিপি বক্তব্য রাখছিলেন।
শ্রীলঙ্কা পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন এবং তাদের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করেন।
শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, চীন, গ্রেট ব্রিটেন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, কোরিয়া, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র এর পুলিশ প্রধানগণ সহ ইন্টারপোল ও জাতিসংঘের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শ্রীলঙ্কা ন্যাশনাল পুলিশের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় কিংস বেরী হোটেলে অনুষ্ঠিত ‘ফিউচার পুলিশিং : প্রস্পেক্টস এন্ড চ্যালেঞ্জেস ফর সাউথ এশিয়া’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় শ্রীলঙ্কার পুলিশ প্রধান, মালয়েশিয়ার পুলিশ প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানগণ, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, গবেষক এবং পুলিশ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ প্রধানগণ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশ পুলিশের কার্যক্রমকে তাদের দেশে রোল মডেল হিসেবে অনুসরন করার আকাংখা প্রকাশ করেন।
সম্মেলনে আইজিপি বিভিন্ন দেশের প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বৈঠকে অংশগ্রহণ করবেন এবং আন্তঃদেশীয় অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন