জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় ঘুরপাক খাচ্ছে পুলিশ
কেবল ব্লগার বা অনলাইন অ্যাক্টিভিস্ট নয়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে, এমন একটি হত্যারও কূল কিনারা করতে পারছে না পুলিশ। গত দুই বছরে আলোচিত চারটি মামলার তদন্ত পর্যালোচনা করে দেখা গেছে, কারা এবং কেন খুন করেছে, তাই খুঁজে বের করতে পারছে না পুলিশ।
প্রতিটি ঘটনার পরই তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক শাখা কাজ করেছে। তবে তারা সবাই ব্যর্থ। পুলিশ কেবল হত্যার ধরণ দেখে ধারণা করছে এগুলো উগ্রপন্থিদের কাজ। তদন্ত কর্মকর্তারা এও বলছেন, অভিযানে নামা জঙ্গিরা প্রশিক্ষিত এবং তারা কোন ধরনের ক্লু রেখে যাচ্ছে না।
তাহলে এই কথিত জঙ্গিরা কি পুলিশের চেয়ে বেশি দক্ষ? তাদেরকে কি বিচারের মুখোমুখি করাই যাবে না? জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘কোন মামলার তদন্ত অল্প সময়ে হয়, কোন মামলার তদন্তে দীর্ঘ সময় লাগে। এটা পৃথিবীর সব দেশেই হয়। আপনি যে মামলাগুলো নিয়ে বলেছেন, সেগুলো নিয়ে হয়ত দেরি হচ্ছে, কিন্তু অনেক মামলায় আমাদের সাফল্য আছে’।
মুক্তমনা ব্লগাররাও পুলিশের এই ব্যর্থতার বিষয়টিই তুলে ধরছেন। তারা বলছেন, পুলিশের অদক্ষতায় জঙ্গিরা বেপরোয়া হয়ে উঠছে। তারা রীতিমত ঘোষণা দিয়ে খুন করছে।
গোলকধাঁধায় গোপীবাগের ছয় খুন মামলার তদন্ত কর্মকর্তা
এক-দুই মাস করে ২২ মাস পার হলেও রাজধানীর গোপীবাগে বহুল আলোচিত ছয় খুন মামলার কোনো অগ্রগতি হয়নি। এমনকি এ ঘটনায় কারা জড়িত তা চিহ্নিতই করতে পারেনি পুলিশ।
২০১৩ সালের ২১ ডিসেম্বর গোপীবাগের আর কে মিশন রোডের ৬৪/৬ নম্বর বাসায় খুন হন কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার ছেলে মনির হোসেন, অনুসারী সাইদুর রহমান, মজিবর রহমান, রাসেল ও বাসার তত্ত্বাবধায়ক মঞ্জুর আলম। পর দিন ওয়ারী থানায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন লুৎফরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক।
আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘আসামিরা যেন ধরা পরে সেই আশায় তদন্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। কিন্তু তিনি কোন আশাই দিতে পারছেন না’।
তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশে (পরিদর্শক) মোহাম্মদ কবির বলেন, ‘এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আগের তদন্ত কর্মকর্তা সন্দেহভাজন চার জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে কোনো ক্লু পাওয়া যায়নি।
পার পেয়ে যাচ্ছে মাওলানা ফারুকীর খুনিরা?
গত বছরের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। চাঞ্চল্যকর এই হত্যার ১৪ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই হত্যায় উস্কানি দেয়া ও জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহর আধ্যাত্মিক নেতা শায়খ মোজাফফর বিন মুহসিনসহ জঙ্গি সংগঠনটির তিনজন, জেএমবির সাতজন ও হরকাতুল জিহাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তারাই এর সঙ্গে জড়িত কি না, বলতে পারছেন না তদন্ত কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জুলহাস উদ্দিন আকন্দ বলেন, ‘মামলাটি মাসখানেক আগে তদন্তের জন্য সিআইডি পুলিশের কাছে গেছে’। তিনি জানান, মুজাফফর বিন মুহসিনসহ গ্রেপ্তার হওয়া সাত জনের কাছ থেকে কোনও তথ্য বের করা যায়নি।
অভিজিৎ হত্যা: এফবিআইয়ের আলামত পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
চলিত বছরের ২৬ ফেব্রুয়ারি বই মেলা থেকে ফেরার পথে টিএসসি মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট প্রবাসি ও বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়কে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই তদন্তে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলেছিল।
বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কাছ থেকে ঘটনাস্থলে পাওয়া রক্ত, চাপাতি, চশমা, কলম, ব্যাগ, ব্যাগের রাখা কাপড়, পুরোনো কাগজসহ ১১ ধরনের আলামত সংগ্রহ করে এফবিআই। এসব আলাতম নিয়ে গেলেও এফবিআই কোন প্রতিবেদন দেয়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ফজলুর রহমান।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য মেলেনি।
আশা নিরাশার দোলাচালে অনন্ত হত্যা মামলার তদন্ত
সিলেট মহানগরীর সুবিদবাজারে ব্লগার অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করা হয় ১২ মে। এই মামলার তত্ত্বাবধায়ক সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহ আল বাকির দাবি, তারা তদন্তের শেষ দিকে আছেন। তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। তবে দ্রুত এই মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এই মামলায় এক ফটোসাংবাদিক, বিশ্ববিদ্যালয় ছাত্র এবং দুই ভাইসহ গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। কিন্তু তারা জিজ্ঞাসাবাদে কী বলেছেন, তা প্রকাশ করেনি পুলিশ। একাধিকবার তদন্তের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার দাবি করেছে পুলিশ। কিন্তু পরে আবার পাওয়া যায় নতুন তথ্য। ঢাকাটাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন