জঙ্গি হামলার পরিকল্পনাকারীর তথ্য সরকারের কাছে

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে, যা অচিরেই প্রকাশ করা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার আজ শুক্রবার বিকেলে মাগুরায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী পুলিশের সমাবেশে এই তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলছি এবং এখনো বলছি এ দেশে কোনো আইএস নেই। শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে দেশ পরিচালিত হবেই।’
বিকেল সাড়ে ৫টায় মাগুরা জেলা পুলিশের আয়োজনে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে ওই সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিকের পরিচালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার আজিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু নাসির বাবলু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা জঙ্গি প্রতিরোধে প্রতিটি পরিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সমাবেশে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন