জনকণ্ঠের সম্পাদকের বিরুদ্ধে সমন
প্রধান বিচারপতিকে নিয়ে উপসম্পাদকীয় প্রকাশ করায় মৌলভীবাজারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজী এ সমন জারি করেন।
বিচারক জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদককে ১৬ মার্চ আদালতে সশরীরে হাজির হতে বলেছেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় এ মানহানির মামলা দায়ের করা হয়। এরপর মৌলভীবাজারের ১নং আমলি আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বাহাউদ্দিন কাজী সমন জারি করেন। আগামী ১৬ মার্চের মধ্যে এই সমনের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বাদী আব্দুল মুমিত চৌধুরী বলেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে গত ৪ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি
উপসম্পাদকীয় লিখেন স্বদেশ রায়। এই উপসম্পাদকীয়তে বিভিন্ন বিকৃত তথ্য দেওয়া ছিল। যা প্রধান বিচারপতি ও বিচারাঙ্গনের জন্য মানহানিকর। ফলশ্রুতিতে আমি মামলা করেছি।’
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকায় উপসম্পাদকীয় পাতায় ‘অবসরের পর রায় লেখা, এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ স্বদেশ রায়ের লেখা এ উপসম্পাদকীয়টি বিভ্রান্তিকর, বিচার বিভাগকে ক্ষতিগ্রস্ত ও জনমনে প্রশ্নবিদ্ধ করে তোলার কুমতলবে প্রকাশ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন