জনগণ গুড়িয়ে দিলো সব মাদক আখড়া
সন্দেহভাজন মাদক বিক্রেতাদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নিকটবর্তী শহর ক্রিস্টিনিয়ার জনগণ সেখানকার মাদক বিক্রয়কেন্দ্র গুড়িয়ে দিয়েছে।
বুধবার ২৫ বছর বয়সী এক বন্দুকধারী দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে। ওই ব্যক্তিকে মাদক বিক্রেতা বলে সন্দেহ করা হচ্ছে। আহত দুই পুলিশ সদস্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ওই সন্দেহভাজন ব্যক্তি হাসপাতালে মারা যান।
শুক্রবার সকালে ক্রিস্টিনিয়ার প্রায় এক হাজার অধিবাসী দা, শাবল, কুড়াল হাতে শহরের পুশার স্ট্রিটের ওই মাদক বিক্রয়কেন্দ্রগুলোকে গুড়িয়ে দেয়। ডেনমার্কের টেলিভিশন চ্যানেল টিভি ২-এ ওই খবর প্রচারিত হয়।
ক্রিস্টিনিয়ার কমিউনিটি মুখপাত্র রিসেঙ্গা মানগেজি বলেছেন, ”আমরা আজ যা করেছি, তা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা নিশ্চিত নই যে, এর ফলে তারা সমূলে উৎখাত হবে।”
ক্রিস্টিনিয়ার জনগণ মাদকের বিষয়ে রক্ষণশীল নয়। তবে বিভিন্ন অপরাধী চক্র মাদককেন্দ্রগুলো পরিচালনা করছে, এ নিয়ে তাদের মাঝে ক্ষোভ রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন