জনতার আগুনে জ্বলছে থানা, মারের ভয়ে পালাচ্ছে পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আউসগ্রাম থানায় একদল উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর এবং পুলিশকর্মীদের মারধর করে থানার বিশ্রামাগারে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার ওই ঘটনায় দু’জন কর্মকর্তাসহ ৭ পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মারমুখী জনতার হাত থেকে প্রাণে বাঁচতে বেশ কিছু পুলিশকর্মী থানা ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যান। আউসগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি জমিতে দোকানঘর নির্মাণ করা নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের মধ্যে শুক্রবার উত্তেজনা সৃষ্টি হয়।
ওইদিনই স্কুলের পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষক অরবিন্দ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আটক করে। শনিবার তাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়।
পুলিশ কেন তাদের আটক করল তা নিয়ে শনিবার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গ্রামবাসী থানায় স্মারকলিপি জমা দিতে যায়। এ সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি এবং বচসা সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা বাঁশের লাঠি এবং ইট-পাথর নিয়ে হামলা চালায় বলে পুলিশের দাবি।
থানার উপ-পরিদর্শক দীপক পাল কাঁদতে কাঁদতে বলেন, ‘থানায় কমপক্ষে ২/৩ হাজার লোক একসঙ্গে হামলা চালায়। থানার গেট বন্ধ করতে গিয়েছিলাম কিন্তু পারিনি। মারমুখী জনতা ধাক্কা মেরে ফেলে দিলে পড়ে যাই। থানার অন্য পুলিশকর্মীদেরও মারধর করা হয়। পুলিশকর্মীরা ভয়ে লুকিয়ে পড়েন। থানার সমস্ত আসবাবপত্র ভেঙেছে হামলাকারীরা।’
বিক্ষোভকারীরা অবশ্য দাবি করেছে, পুলিশই প্রথম তাদের ওপরে লাঠি চালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন