বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা ফের নেওয়ার দাবি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষা নেওয়ার দাবি করেছেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসকারীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবিও করেছেন তাঁরা।

আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি করা হয়। সমাবেশে প্রায় হাজারখানেক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। সাধারণ পরীক্ষার্থীদের ব্যানারে এই আন্দোলন হলেও অংশগ্রহণকারীরা বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিক্ষোভ সমাবেশে রকিবুল হাসান বলেন, শুক্রবার জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার প্রশ্ন ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই অনেকের কাছে প্রশ্নপত্র চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অনেকেই প্রশ্নপত্র পেয়েছেন। কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদ বিষয়টি অস্বীকার করার চেষ্টা করছে। এভাবে চললে মেধাবীরা কখেনাই নিয়োগ পাবেন না। যারা এসব করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিচার হওয়া উচিত। আর এই পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়া উচিত।

শুক্রবার রাজধানীর ইডেন কলেজ, লালমাটিয়া কলেজ ও সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ কেন্দ্রে জনতা ব্যাংকের এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী প্রথম আলোর কাছেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিলেন। এ ছাড়া ইডেন কলেজে পরীক্ষা দেওয়া এক ছাত্রকে বহিষ্কার করা হয়; যিনি স্বীকার করেন পরীক্ষা শুরুর ২০ থেকে ২৫ মিনিট আগেই তিনি প্রশ্নপত্র পেয়েছিলেন।

তবে এই পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সত্য নয়।

তবে আজকের বিক্ষোভ সমাবেশে রোকনুজ্জামান, জায়েদ ইমরুলসহ আরও কয়েকজন সমাবেশে বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, বাংলাদেশে একটা নিয়োগ পরীক্ষায় লাখো ছেলেমেয়ে অংশ নেন। প্রশ্নপত্র ফাঁস হলে মেধার আর কোনো মূল্যায়ন থাকে না। তাঁরা দাবি করেন, প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে। কাজেই এই পরীক্ষা বাতিল করতে হবে।

২০১৬ সালের ১০ মার্চ ৮৩৪টি পদের বিপরীতে জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বা এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি। এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। ২৪ মার্চ সকাল ও বিকেলে প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। আড়াই লাখ প্রার্থী তাতে অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ১০ হাজার ১৫০ জন। শুক্রবার ৯ হাজার ৪০০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ