জনপ্রিয়তা তুঙ্গে, জয় ছিনিয়ে আনতে আস্থাশীল আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শেষ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে এই প্রচার-প্রচারণায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মেয়র প্রার্থী এখন জয় ছিনিয়ে আনার ব্যাপারে বেশ আস্থাশীল। নারায়ণগঞ্জের ভোটারদের উপর তার যত বিশ্বাস, নির্ভরশীলতা। আর তাইতো জনগণ ভোট দিলে জয় শতভাগ হবে এমনটাই মনে করছেন আইভী।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে প্রতিদিন নির্বাচনী প্রচারণায় মাঠে ছিলেন আইভী। সিটি ২৭টি ওয়ার্ডে প্রতিদিনই প্রচারণা ও ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের ভোট চাওয়াতে বিশেষ সুযোগ ও জনপ্রিয়তা যোগ হয়েছে। ভোটাররা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কখনও নৌকা দিয়ে, কখনও ফুল ছিটিয়ে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনে মাঠে প্রতিটি ভোটার, আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আইভীর বিজয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তাদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আইভীর নির্বাচন নিয়ে বেশ আমেজ-উৎসব কাজ করছে। ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচারণা চালালেও মেয়র হিসেবে আইভীর পক্ষে কাজ করতে, তার পাশে দাঁড়াতে কোনো রকম উৎসাহের ঘাটতি নেই। তৃণমূল আওয়ামী লীগও বেশ চাঙ্গা হয়ে ওঠেছে আইভীর নির্বাচনী প্রচারণার কারণে।
সিটি নির্বাচনে আইভীর জনপ্রিয়তা নিয়ে কোন ধরনের প্রশ্ন তোলার অবকাশ নেই বলে মনে করেন নারায়ণগঞ্জ নাগরিক সমাজের প্রতিনিধি রফিউর রাব্বি। তিনি জানান, “সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আইভী আমাদের পাশে ছিলেন। নগরবাসী তাকে ২০১১ সালে বিপুল ভোটে বিজয়ী করেছিলো। এবারও ভোটাররা সেই ফলাফল উপহার দেবে।”
জানা যাচ্ছে, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ছাড়াও আইভী সময় দিচ্ছেন কেন্দ্রীয় ও তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মীদের। তাদের বিভিন্ন পরামর্শ শুনছেন, নির্বাচনে জয় কিভাবে আনা সহজ হবে এমন কৌশলও বোঝার চেষ্টা করছেন। বিগত দুই সপ্তাহ এভাবেই তার সময় কেটেছে। এছাড়া আইভীর বড় ভরসার জায়গা জনগণ তথা নারায়ণগঞ্জের সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, “আমি কারও কোন ফেবার নিয়ে নির্বাচন করতে চায় না। কারণ আমার অসম্ভব ধরনের আস্থা এবং নারায়ণগঞ্জের জনগণের প্রতি আছে। যেহেতু দল-মতের উর্ধ্বে কাজ করেছি, নারায়ণগঞ্জের মানুষ ঠিক তদ্রূপভাবে আমাকে ২২ তারিখে সেই উপহারটা দিবেন।”
সিটি কর্পোরেশনের একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যক্তি সেলিনা হায়াৎ আইভী আলাদা একটা শ্রদ্ধা ও নির্ভরশীলতার জায়গা তৈরি করেছেন। বিগত ৫ বছর মেয়র পদে দায়িত্ব পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে চোখে পড়ার মতো উন্নয়ন করেছেন। অসুবিধা, বিপদে-আপদে ছুটে গিয়েছেন আইভী। আর এ কারণেই যোগ্য প্রার্থী হিসেবে মেয়র পদে আইভীকেই চান ভোটাররা।
নির্বাচনী প্রচারণার মাঠে এই চিত্র দেখা গেছে প্রায় প্রতিটি ওয়ার্ডে। সর্বশেষ প্রচারণার দিন মঙ্গলবারও এর ব্যাতয় হয়নি। এদিন রিকশায় চড়ে তাকে প্রচার চালাতে দেখা গেছে। যখনই তিনি বের হন, ভোটারদের মধ্যে একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা গেছে। আইভী গেলেই ফুল ছিটিয়ে তাকে বরণ করেন এলাকাবাসী।
প্রচারণার সময় জানতে চাইলে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, “দল-মত-নির্বিশেষে সকলেই এখানে (নির্বাচনের মাঠে) এসেছে। আপনার দেখেছেন, ৫০ থেকে শুরু করে ৭০ বছর, ৮০ বছর বয়স্করাও নৌকা বলছে, ৫ বছর থেকে ২ বছরের বাচ্চা নৌকা বলছে। এই নৌকা বিজয়ের নৌকা, এই নৌকা ডিসেম্বরের নৌকা, এই নৌকা নারায়ণগঞ্জের নৌকা। চারিদিকে নৌকা একাকার হয়ে গিয়েছে।”
এসময় এক প্রশ্নের জবাবে আইভী বলেন, “নৌকার প্রার্থী আইভী কখনও ক্ষমতার বড়াই করেনি, ক্ষমতা দেখায়নি, সাধারণ মানুষের আইভী, সাধারণ মানুষের আইভী হয়েই নৌকাকে বিজয়ী করবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন