জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আরো বেশি খোলামেলা
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আরো বেশি খোলামেলাভাবে হাজির হলেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু সিনোমর একটি গানের দৃশ্যে। স্বল্প বসনে দেখা গেছে এ অভিনেত্রীকে। এ সিনেমার নির্মাতা সাফিউদ্দিন সাফি তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ গানের কিছু স্থিরচিত্র পোস্ট করেন।
এ ছবিতে দেখা যায়- জয়া আহসান শুধু টপস পরিহিত অবস্থায় নাচছেন। তার বিপরীতে এ গানে অংশ নিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। শাকিবকেও দেখা গেছে ভিন্ন লুকে। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সম্পন্ন হয়েছে এ গানের দৃশ্যায়ন।
ভারতীয় কোরিওগ্রাফার শঙ্করাইয়া এর নৃত্য পরিচালনা করেছেন। শুটিং শেষে ১৬ আগস্ট ঢাকায় ফিরেছেন শাকিব-জয়া ও এ সিনেমার কলাকুশলীরা। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু সিনোমর গানের দৃশ্যে জয়া। সাফি উদ্দিন সাফি পরিচালিত ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। শাকিব-জয়া ছাড়াও এতে অভিনয় করছেন- ওমর সানি, ইমন, মৌসুমী হামিদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
এ সিনেমায় মোট গান থাকছে পাঁচটি। গানের কথা লিখেছেন- কবির বকুল। কণ্ঠ দিয়েছেন- আসিফ আকবর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নি, কনা, সায়মন, তাসিফ ও খেয়া। সুর ও সংগীতায়োজন করেছেন- শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন