মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জনসচেতনতায় মুসফিক-সাকিবসহ অনেক তারকা

সেলুলয়েডের পর্দায় সু-অভিনয় দিয়ে তারা জয় করে নিয়েছেন দর্শক-ভক্তদের হৃদয়। সেই সাথে পেয়েছেন তারকা খ্যাতি। আবার অনেকের কাছে জীবন দর্শনেরও চাবিকাঠি। কিন্তু শুধুমাত্র রঙিন ঝলমলে পর্দাই নয়। সামাজিক দায়বদ্ধতাও তাদের তাড়া করে ফিরে। সামাজিক ও জনসচেতনতামূলক কাজে সময়-সুযোগ পেলেই তারা সম্পৃক্ত হয়ে যান। এতো গেল সেলুলয়েডের তারকাদের কথা। এবার আসা যাক ক্রিকেট অঙ্গনের তারকাদের কথায়। তাহারা দু’জন ক্রিকেটের ২২ গজের তারকা। কোটি ভক্তের হৃদয়ে তাদের স্থান। মাঠে যেমন দর্শক তাদের সাহস জোগান, তেমনি দর্শক ও ভক্তদের অনুপ্রেরণা হিসেবেই সামাজিক বা জনসচেতনতামূলক কর্মকাণ্ডে তাদের দেখা মেলে।

১৩, ১৪, ১৫ নভেম্বর দেশব্যাপী ১ দিন থেকে শুরু করে ১ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ও টিকা প্রদান করা হবে। আর এমনই একটি জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেছেন এ দু-অঙ্গনের তারকারা। তারা হলেন-অভিনেত্রী মৌসুমী, নায়ক শাকিব খান, নায়িকা অপু বিশ্বাস, অভিনেতা ফেরদৌস আহমেদ, ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। খুব শিগগিরই বাংলাদেশ বেতারে জনসচেতনতামূলক এ অডিওটি প্রচার শুরু হবে। আর এ ধরনের কাজের সঙ্গে সম্প্রক্ত হতে পেরে বেশ উচ্ছ্বাসিত শাকিব খান।

তিনি এ বিষয়ে প্রিয়.কমকে বলেন, ‘আমি সবসময় বলি বিভিন্ন জনসচেতনতামূলক কাজে তারকাদের সবসময় অংশগ্রহন করা উচিত। পৃথিবীতে অনেক দেশের বড় বড় তারকারা সচরাচরই এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। আর আমাদের অংশগ্রহণ থাকলে তা সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক আহ্বানটা দ্রুত পৌঁছায়। এটাতো ভাল একটি কাজ। নিজের দেশের জন্য এ ধরনের কাজ করতে কার না ভাল লাগে? এদিকে বর্তমান সময়ের জনপ্রিয় ও সবচেয়ে ব্যস্ততম নায়িকা অপু বিশ্বাস। তিনিও এ সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বাসিত।

অপু বিশ্বাস বলেন, ‘সবেচেয়ে বড় কথা আমরা যারা শিল্পী তাদের সবসময় মনে হয় আমরা ভাল কাজ করি। সেটা হোক চলচ্চিত্র কিংবা অন্যকোন বিষয়। যদি তারকরা এ ধরনের জনসচেতনামূলক কাজের সঙ্গে জড়িত হন, আপনা আপনি মনে হয়-ভাল একটি কাজের সঙ্গে যুক্ত হলাম। আর ভাল একটি কাজ করলে কিন্তু নিজের মধ্যেই এক ধরনের ভাললাগা কাজ করে। আমি একজন মেয়ে। মায়ের জাতি। কিন্ত আমার ভবিষ্যত প্রজন্মের জন্য এ বিষয়ে সচেতন হওয়া ভীষণ প্রয়োজন। সম্প্রতি আমার সঙ্গে যখন বাংলাদেশ বেতার থেকে এ বিষয়ে যোগাযোগ করা হয় আমি ভীষণ আনন্দিত হয়েছি। সেই সাথে এ কাজে অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে গিয়েছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ