জনসন শ্যাম্পু ব্যবহারে হবে ক্যানসার !
যাবতীয় সমস্যা ফরম্যালডিহাইড নিয়ে। অভিযোগ উঠেছিল, ‘জনসন অ্যান্ড জনসন’ এর কয়েকটি প্রডাক্টে ফরম্যালডিহাইড ব্যবহার করা হয়। তার থেকেই ক্যানসারের সম্ভাবনা থাকে। সবথেকে বেশি অভিযোগ উঠেছে জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু ঘিরে।
পেরেন্ট হেরাল্ড ডট কম নামে একটি সাইটে দাবি করা হয়েছে, সংস্থা ঘুরিয়ে স্বীকার করে নিয়েছে যে, তাদের কয়েকটি প্রডাক্টে ফরম্যালডিহাইড ব্যবহার করা হয়। ‘‘হেলদি ফুড হাউস’’ নামে একটি সাইট উদ্ধৃত করে ‘‘পেরেন্ট হেরাল্ড ডট কম’’ বলেছে, জনসন অ্যান্ড জনসন-এর বেবি শ্যাম্পুতে ব্যবহার করা হয় ফরম্যালডিহাইড।
‘‘পেরেন্ট হেরাল্ড ডট কম’’-এর দাবি, জনসন অ্যান্ড জনসন-এর তরফে জানানো হয়েছে যে, খুব শিগগিরই তাদের সবক’টি প্রডাক্ট থেকে ফরম্যালডিহাইড সরিয়ে নেওয়া হবে। তবে এ-ও বলা হয়েছে যে, অত্যন্ত অল্প পরিমাণে ফরম্যালডিহাইড ব্যবহার করা হয়। তাতে ক্ষতির বিশেষ আশঙ্কা থাকে না।
তবে ওয়েবসাইটগুলি তাদের এই দাবির স্বপক্ষে সংস্থার তরফে সরাসরি কারও প্রতিক্রিয়া দেয়নি। ফলে, এই দাবির সত্যতা নিয়েও সংশয় থাকছে। সুত্রে-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন