জনসমক্ষে আয়কর বিবরণী প্রকাশ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

পানামা পেপারসের নথিতে প্রয়াত বাবার কথিত কর ফাঁকির উল্লেখ থাকায় অব্যাহত সমালোচনার মুখে জনসমক্ষে আয়কর বিবরণী প্রকাশ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বিবরণীর তথ্য অনুযায়ী, গত ছয় বছরে ডেভিড ক্যামেরনের আয় ছিল ১১ লাখ পাউন্ড এবং এর বিপরীতে তিনি কর দিয়েছেন চার লাখ পাউন্ড।
বিবরণীতে আরো বলা হয়, ২০১০ সালে বাবা ইয়ান ক্যামেরনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি বাবার অর্থ থেকে তিন লাখ পাউন্ড পান। পরের বছর মা মেরি ক্যামেরনের কাছ থেকে তিনি উপহার হিসেবে পান দুই লাখ পাউন্ড।
এদিকে গত সাত বছরের আয়কর বিবরণী অনুযায়ী মায়ের কাছ থেকে ক্যামেরনের উপহার পাওয়া দুই লাখ পাউন্ডের জন্য উত্তরাধিকার কর দেওয়া উচিত কি না, তা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ আইন অনুযায়ী, উপহার দেওয়ার পরবর্তী সাত বছরের মধ্যে দানকারী মায়ের মৃত্যু হলে ক্যামেরনকে ওই অর্থের ৪০ শতাংশ কর দিতে হবে।
মা–বাবার কাছ থেকে পাওয়া মোট পাঁচ লাখ পাউন্ডের বিষয়ে মন্ত্রীরা বলেছেন, এতে কোনো অনিয়ম ঘটেনি।
তবে বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। মায়ের কাছ থেকে ক্যামেরনের পাওয়া অর্থ কর আইন লঙ্ঘন করেছে কি না, তা দেখার অবকাশও রয়ে গেছে। এসব প্রশ্নের জবাব ক্যামেরনকেই দিতে হবে।
আরেক লেবার নেতা ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেল বলেছেন, ক্যামেরন মা–বাবার কাছ থেকে কার্যত পাঁচ লাখ পাউন্ড অর্জন করেছেন। কিন্তু এর কর হিসেবে তিনি এক পেনিও দেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন