জনসম্মুখে চোখের জল সামলাতে পারেননি সালমান
সুপারস্টার অভিনেতা সালমান খান। ব্যক্তিগত আবেগকে পাত্তা না দিয়ে সুপারস্টার মেজাজ নিয়েই তাকে পথ বইতে হয়। ব্যক্তিগতভাবে যা অপছন্দ করেন, শুধু সুপারস্টার ইমেজের কারণেই সেগুলোও গলধঃকরণ করতে হয়। কিন্তু সদ্য এক বিখ্যাত প্রযোজকের শেষ কৃত্যানুষ্ঠানে জনসম্মুখেও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না সালমান। শত শত মানুষের মধ্যেও কেঁদে উঠলেন তিনি। সচরাচর এমন আবেগঘন মুহূর্তে দেখা যায় না সালমানকে!
গত শুক্রবারে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন বলিউডের বিখ্যাত নির্মাতা সুরজ বারজাত্যের কাজিন ও রাজশ্রী মিডিয়া হাউসের প্রধান রজত বারজাত্য। তার মৃত্যুর পর পুরো বলিউজুড়ে শোকের ছায়া।তিনি শুধু বলিউডের একজন প্রখ্যাত প্রযোজকই ছিলেন না, বরং সালমান খানের খুব কাছের একজন মানুষ ছিলেন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি রজত বারজাত্য ভর্তি হয়েছিলেন জসলক হাসপাতালে। কিছু দিন চিকিৎসার পর গত শুক্রবারে মারা যান তিনি। আর তার মৃত্যুতে সালমান রজতকে ভাই বলে সম্বোধন করে বলেছিলেন, শান্তিতে থাকো আমার ভাই।
আর ৩১ আগস্ট রোববার নিজেই হাজির হলেন বলিউডের মেধাবী মানুষ রজত বারজাত্যের মৃত্যুপরবর্তী প্রার্থনা অনুষ্ঠানে। আর সেখানে উপস্থিত হয়েই আবেগাপ্লুত হয়ে গেলেন সালমান খান। সুরজ বারজাত্যকে ধরে অঝোরে কাঁদতে থাকেন তিনি।
সালমান খানের এমন মূর্তি এর আগে খুব একটা চোখে পড়েনি কারো। তার কাছের মানুষেরা বলছেন, রজতের মৃত্যুতে সত্যিই সালমান ব্যথিত হয়েছেন। কারণ তার ক্যারিয়ারের শুরুর দিকে রজতের অবদান ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে সালমানের প্রথম হিট সিনেমা ‘মেনে পেয়ার কিয়া’র প্রযোজক ছিলেন রজত। যে ছবিটির পরিচালনার মাধ্যমে সুরজ বারজাত্যের সাথে জুটি বাঁধেন সালমান। তাছাড়া এই ছবিটিই সালমানকে নায়ক হিসেবে বলিউডে প্রবেশাধিকার দেয়!
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন