জন্মদিনেই বিয়ে করছেন মেসি, বিয়েতে প্রধান অতিথি তার দুই সন্তান!
বিয়ে করছেন লিওনেল মেসি। তবে তার বিয়ে নিয়ে বুকে কম্পঁন সৃষ্টি হওয়ার মত কিছু তথ্য রয়েছে। ২০১৭ সালে দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জুকে বিয়ে করছেন লিওনেল মেসি। কয়েকদিন ধরেই গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছে।
তবে আসছে বছরের ঠিক কোন তারিখে বিয়ে করবেন ফুটবল জাদুকর তা জানা যায়নি। অবশেষে তাও জানা গেলো। সবকিছু ঠিক থাকলে আসছে বছর নিজের জন্মদিনে বিয়ের পিঁড়িতে বসবেন ৫ বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। আর তার বিয়েতে প্রধান অতিথি নাকি তার দুই সন্তান!
মেসির পরিবারের ঘণিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডেইলি মেইলসহ একাধিক সংবাদমাধ্যম। ২০১৭ সালের ২৪ জুন বার্সেলোনার আর্জেন্টাইন তারকার ৩০তম জন্মদিন। ওই দিনই বিয়ের কাজ সেরে ফেলবেন লিওনেল মেসি।
তবে বিয়ের জন্য কোনো বিখ্যাত হোটেল বা অবকাশ যাপনমূলক দ্বীপ ভাড়া নেননি ভিনগ্রহের ফুটবলার। জন্মনগরী আর্জেন্টিনার রোজারিওতেই রোকুজ্জুকে এবার পাকাপাকিভাবে জীবনসঙ্গীনী করবেন তিনি। এখানেই শৈশবে এ জুটির প্রথম দেখা হয়।
জানা গেছে, মেসি-রোকুজ্জোর বিয়েতে গোটা বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলকে নিমন্ত্রণ জানানো হবে। এতে উপস্থিত থাকবেন মেসির সাবেক সতীর্থরা। আসছে বছরের মাঝামাঝি সময়ে বিয়ে করছেন মেসি-রোকুজ্জু। এ নিয়ে প্রথম বোমা ফাটান রেডিও মেট্রো’র আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক পাবলো ভার্সকি। পরে অন্য সংবাদমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও’র সান্তা ফে’তে জন্ম নেন লিওনেল মেসি। সেখানেই শিশুকালে রোকুজ্জুর সঙ্গে তার দেখা। ১৩ বছর বয়সে মেসি স্পেন পাড়ি জমানোর আগ পর্যন্ত তারা একসঙ্গে সান্তা ফে’তেই বেড়ে ওঠেন।
২০০৮ সালে ফের তাদের দেখা হয়। ওই সময় থেকে পুরোদমে চলে তাদের মন দেয়া নেয়। সেটা পূর্ণতা পায় ২০১০ সালে। তখন থেকে তারা একই ছাদের তলায় বাস করছেন। তাদের ঘরে রয়েছে দু’সন্তান। এরা হলো ৪ বছরের থিয়াগো মেসি ও ১৫ মাসের মাতেও মেসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন