জন্মদিনে ‘অঞ্জনা’কে নিয়ে যা বললেন মনির খান!

মনির খান বাংলাদেশের খ্যাতিমান কন্ঠশিল্পী হিসেবে নিজেকে অনন্য স্থানে উঠিয়ে নিয়ে এসেছেন। নিজের সুরেলা কন্ঠে পাগল করেছেন লাখ মানুষকে। বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পযর্ন্ত কন্ঠ ভাসিয়েছেন তিনি। আর আজ সেই দরদী শিল্পীর জন্মদিন। পরিবারের পক্ষথেকে এই কন্ঠ নায়ককে জানাই জন্ম দিনের শুভেচ্ছা। তিনি বেঁচে থাক হাজারও বছর।
জন্ম দিনের শুভেচ্ছা বিনিময়ের আলাপচারিতায় মনির খান বলেন, আমি যতদিন বাঁচবো দেশের মানুষের জন্য গেয়ে যাবো। আমার এই কন্ঠ আমার দেশের জন্য। আমি মরণের আগের দিন পযর্ন্ত আমার দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে যাবো। আমাকে আজকের মনির খান বানিয়েছেন আমার দেশের মানুষ। আমি চিরকৃতজ্ঞ।
পাঠক মনির খানের কথা মনে হলেও চলে আসে আরেকটি নাম আর সেই নামের সাথে আমরা সবাই পরিচিত ‘অঞ্জনা’। আজকে মনির খানের জন্মদিন। আর এই দিনে তিনি অঞ্জনাকে মনে করবেন না সেটা তো হয়না। আসুন অঞ্জনাকে নিয়ে মনির খান কি বললেন পড়ে নেওয়া যাক।
মনির খান তার গানের ৪১টি অ্যালবামের মধ্যে ‘অঞ্জনা’ কে নিয়ে গান রেখেছেন। সেই শুরু থেকে আজ পযর্ন্ত তিনি এই ভালোবাসার মানুষের জন্য একটি হলেও গান গেয়েছেন।
আজকের এই বিশেষ দিয়ে তিনি অঞ্জনার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা সে বিষয়ে মনির খানকে জিজ্ঞাসা করণে তিনি বলেন, আসলে নতুন করে আমার কিছু বলার নাই। আমার গানে গানে আমি প্রতিটি মুহুর্তে সবাইকে বুঝিয়েছি। আর আজকে বলতে গেলে সে যেখানে থাক ভালো থাক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন