জন্মদিনে অনুশীলনে ফিরলেন মাশরাফি

সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বোলিং করতে গিয়েই ডান পায়ের গোড়ালিতে ব্যথা পান মাশরাফি বিন মুর্তজা। এই ব্যথা নিয়ে সেদিন ছয় ওভার বোলিংও করেছিলেন তিনি। কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ককে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে দেখা যায়। তাই কিছুটা সংশয় তৈরি হয় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের খেলতে পারবেন কিনা তিনি।
আশার কথা, মাশরাফিকে নিয়ে তেমন কোনো সংশয় নেই। কয়েক দিন বিশ্রাম শেষে আজ বুধবার নিজের জন্মদিনে দলের অনুশীলন ক্যাম্পে ফিরেছেন তিনি। নেটে চার ওভার বোলিংও করেছেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘গোড়ালিতে যখন চাপ পড়ে, তখন কিছুটা ব্যথা লাগে। তবে এমনিতে খুব একটা ব্যথা করে না। পায়ের ফোলাটাও কমে গেছে। আশা করছি শুক্রবারের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারব।’
গত শনিবার আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদকে শূন্য রানে ফেরান মাশরাফি। আনন্দে মেতে ওঠে পুরো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় বল করতে গিয়েই মাটিতে পড়ে যান মাশরাফি। মাঠেই কিছু শুশ্রূষা নিয়ে সেদিন ছয় ওভার বোলিং করে ১৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি। ছিল দুটি মেডেন ওভার।
শুভ জন্মদিন মাশরাফি, শুভ জন্মদিন সাহেল
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন