জন্মনিয়ন্ত্রণ পিলের যত সমস্যা
বেশির ভাগ নারীই জন্মনিয়ন্ত্রণ পিল খান। অনাকাঙ্খিত জন্মনিয়ন্ত্রণ রোধ এবং মাসিক ঠিক করার জন্য পিল খেয়ে থাকেন। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম।
একজন নারীর জন্য পিল কখনোই ভালো কিছু না বরং একজন নারীকে ধীরে ধীরে শেষ করতে এই পিলই যথেষ্ট।
চিকিৎসকের মতে, যত কম পিল খাওয়া যায় একজন নারীর জন্য তা ততই ভালো। এক্ষেত্রে নিয়মিত পিল না খেয়ে কিছুদিন গ্যাপ রেখে রেখে খেতে পারেন।
দেখে নেওয়া যাক কী কী সমস্যা হতে পারে পিল খেলে—
-পিল খেলে হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি নারীদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।
-উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হলো পিল সেবন।
-যারা বেশি পিল খান তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-বেশি মাথা ব্যথা হয়।
-হতাশার একটি কারণও হলো অতিরিক্ত পিল খাওয়া।
-খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।
-বমি বমি ভাব এবং বমি হয়।
-ব্রেস্টে অনেক ব্যথা হয়।
-যারা পিল খান নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।
-ওজন বেড়ে যায়।
-৩ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন