জন্মের সময় সন্তানের পাশে থাকছেন না সাকিব
সোমবার ফেসবুক থেকে জানা যায়, মেয়ের বাবা হচ্ছেন সাকিব আল হাসান। গতকাল ‘বেবি শাওয়ার’ এর একটি ছবি ফেসবুকে পোস্ট করে সাকিব লেখেন, ‘আমাদের রাজকন্যার জন্য ক্ষণগণনা শুরু।’
নভেম্বরের প্রথম সপ্তাহে শিশিরের কোলজুড়ে আসবে সাকিবের রাজকন্যা। তবে সন্তান জন্মের সময় তার পাশে থাকা হবে না বিশ্বসেরা অলরাউন্ডারের। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় ছুটি নিয়ে স্ত্রীকে সঙ্গ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। পরিকল্পনা ছিল স্ত্রীর পাশে পুরো সময়টা থাকবেন তিনি। কিন্তু হঠাৎ করে জিম্বাবুয়ে সিরিজ নির্ধারণ হওয়ায় সাকিবকে দেশে ফিরতে হচ্ছে।
৩১ অক্টোবর (শনিবার) দেশে ফিরবেন বাহাতি এই অলরাউন্ডার। সাকিবের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির রহমান। বিসিবিতে ফোন দিয়ে শনিবার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। এই বিষয়ে সাব্বির খান বলেন, ‘সাকিব জানিয়েছে, সে শনিবার দেশে ফিরে রিপোর্ট করবে।’
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে ২৯ অক্টোবর। তবে জিম্বাবুয়ে সফরের জন্য এখনো দল ঘোষণা করেননি নির্বাচকরা। প্রধান নির্বাচক ফারুক আহমেদ ব্যক্তিগত সফরে ইউরোপে আছেন। হাবিবুল বাশার সুমন ‘এ’ দল নিয়ে আছেন দক্ষিণ আফ্রিকায়। মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য দেশে রয়েছেন। এ ছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছুটিতে রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন