জবাবটা ব্যাটে-বলেও দিলেন মুশফিক-নাফীসরা
টানা ছয় ম্যাচ হার। টানা এই হারে ক্লান্ত হয়ে পড়েছিল বরিশাল বুলস! তার ওপর মাঠের বাইরে সমালোচনায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মুশফিক-নাফীস-মালানরা। কেউ তো আবার ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন বরিশালের খেলোয়াড়দের বিরুদ্ধে।
ফিক্সিংয়ের অভিযোগের জবাবটা আগেই বরিশাল অধিনায়ক মুশফিকুর রহীম দিয়েছিলেন মাঠের বাইরে। এবার জবাবটা ব্যাটে-বলেও দিলেন মুশফিক-নাফীসরা। নইলে কি আর মুশফিক সরাসরি এভাবে বলে দেন, ‘নিজেদের প্রমাণ করার অনেক কিছুই ছিল।’
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসকে তারা হারিয়েছে ১৭ রানে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৬১ রান তোলে মুশফিকুর রহীমের বরিশাল বুলস। জবাবে ২০ ওভার খেললেও রাজশাহী কিংসের ইনিংস থামে ৭ উইকেটে ১৪৪ রানে।
এই জয়ে লিগ টেবিলে উন্নতি হয়েছে বরিশালের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারানো ষষ্ঠ স্থানটা তারা পুনরুদ্ধার করেছে। ১১ ম্যাচে মুশফিকদের সংগ্রহ দাঁড়ালো ৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা কুমিল্লার ঝুলিতে জমা আছে ৬। আর লিগ টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের অর্জন ১০ ম্যাচে ১৪ পয়েন্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন