জমকালো আয়োজনে ম্যাক্স-বিএসপিএ নাইট উদযাপন

‘পুরনোদের সম্মাননা আর নতুনদের প্রেরণা’ এই প্রতিপাদ্য নিয়ে ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট ‘ম্যাক্স-বিএসপিএ নাইট-২০১৬’। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে বিজয়নগরস্থ ফার্স হোটেলে সেই অনুষ্ঠান যেন নবীন-প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও সংগঠকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রবীণদের সম্মাননা দেওয়া হয়। দেওয়া হয় স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার (বছরের সেরা ক্রীড়া সাংবাদিক) পুরস্কারও।
বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নৈশভোজ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। সংগীত পরিবেশন করেন বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশীদ আলম।
অনুষ্ঠানে দুজন প্রবীণ ক্রীড়া লেখককে (হাসান মাহমুদ বাবলী ও মুজিবুল হক) বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস-২০১৬ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া দৈনিক নিউ এজ’র ক্রীড়া সম্পাদক আজাদ মজুমদারকে ‘স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই ক্যাটাগারিতে প্রথম রানারআপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র নোমান মোহাম্মদ ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যমুনা টেলিভিশন’র মুজনেবীন তারেক।
অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা ছিল চমৎকার একটা আয়োজন। অত্যন্ত সুশৃঙ্খল অনুষ্ঠান দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমি এক সময় স্পোর্টসে ছিলাম, তাই অনেককে আমি চিনি, আবার অনেককে চিনি না। যারা সম্মাননা ও পুরস্কার পেলেন তাদের অভিনন্দন। সবশেষ ক্রীড়া লেখক সমিতিকে অনিন্দ্যসুন্দর ও মনোমুগ্ধকর আয়োজনের জন্য অভিনন্দন।’
বিএসপিএ সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রানা হাসান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় ফুটবল দলের কোচ টম সেইন্টফিট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন আহমেদ চপলসহ ক্রীড়া সাংবাদিক ও সংগঠকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন