জমি থাকা সত্ত্বেও ভিক্ষা করে জীবন নির্বাহ করতে বাধ্য হচ্ছে
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমাজ সেবা দিবসের আলোচনা সভায় ভিক্ষা বৃত্তি বন্ধের নির্দেশ দিয়েছেন। ঠিক এ সময়ই আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী গ্রামে জমি দখল করে ভোগ দখল করায় বাধ্য হয়ে অসহায় একটি পরিবার ভিক্ষা করে জীবন নির্বাহ করছে। ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলা কুকুয়া ইউনিয়নের পূর্ব -চুনাখালী গ্রামের এক অসহায় বিধবা নারী ও তার পুত্র কন্যাদের জমি দখল করে ভোগ দখল করার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, চুনাখালী গ্রামের মৃত আলাম হাওলাদারের স্ত্রী মহুজা বেগম (৯১), মানসিক ভারসাম্যহিন পুত্র আঃ খালেক, কন্যা সালেহা ও জয়নবের ওয়ারিশ সূত্রে পাওয়া ৯২.৩৮ একর জমি একই এলাকার দখলবাজ, ভূমিদস্যু, প্রভাবশালী আপ্তের আলী তার পুত্র দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন অন্যায় ভাবে বহু বছর ধরে ভোগ দখল করে আসছেন। এ ঘটনায় একাধিক বার সালিশ বৈঠক হলেও আপ্তের আলী গংরা কোন শালিশ বৈঠক মানেনা।
জমির প্রকৃত মালিক মহুজা বেগম (৯১) মানসিক ভারসাম্যহীন আঃ খালেক বর্তমানে ভিক্ষা করে জীবন নির্বাহ করছেন। কুকুয়া ইউপি সদস্য ও এ ঘটনার শালিস মোঃ আব্দুস সোবহান বলেন জমির প্রকৃত মালিক মহুজা ও তার পুত্র কন্যারা।
এ ব্যাপারে আপ্তের আলীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন বলেন আমাদের বিরুদ্দে অভিযোগ সঠিক নয়। আমরা জমি ক্রয় করেছি। আজ সোমবার সকালে মহুজা বেগম হাতে লাটি ও ছোট একটি ব্যাগ নিয়ে ভিক্ষা করতে যাওয়ার সময় বলেন। আমার জমি আপ্তের ও ওর পোলারা খায় আমি ও আমার পোলা খালেক ভিক্ষা কইর্যা মানষের দুয়ারে দুয়ারে ঘুইর্যা যেইয়া পাই হেইয়া দিয়া কোন রহম দুগ্যা খাইয়া বাইচ্যা আছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মহুজা তার পুত্র কন্যরা প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সারা দেশের ন্যায় বরগুনার আমতলীতে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এম এ মতিন খানের পরিচালনায় সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয় র্যালিটি আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনঃরায় দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন