জমি দখল করতে গিয়ে ‘যুবলীগ নেতা’ নিহত

সাভারে জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পৌর ‘যুবলীগ নেতা’ সিএম বাদশা ফয়সাল (৩৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়ুদুজ্জামানের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পরে যুবলীগে যোগ দেন। তবে সাভারে পৌর যুবলীগের কোনো কমিটি না থাকায় তার কোনো পদ ছিল না। তবে সবাই তাকে যুবলীগ নেতা হিসেবেই চিনত।
পুলিশ জানায়, দুপুরে ফয়সালসহ ১০ জন জামসিং এলাকার কাদের বাহিনীর পক্ষে স্থানীয় ইয়াকুবদের চল্লিশ শতাংশ জমি দখল করতে যান। এসময় প্রতিপক্ষকরা একজোট হয়ে তাদের ওপর টেঁটা নিক্ষেপ করে। এতে ফয়সালসহ ১০ জন আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ফয়সালকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন